স্টাফ রিপোর্টার, বিশালগড়, ৬ সেপ্টেম্বর।। রবিবার চড়িলাম দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের সিআরসি হলে ত্রিপুরা শারীর শিক্ষক-কর্মচারী সংঘ সিপাহীজলা জেলা কমিটির উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় l রক্তদান শিবিরে প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করেন সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত l এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুভাষ চন্দ্র দাস , ত্রিপুরা শারীর শিক্ষক কর্মচারী সংঘের রাজ্য কমিটির সভাপতি দিব্যেন্দু দত্ত, রাজ্য কমিটির সম্পাদক নিতাই সাহা, রক্তদান শিবির কমিটির কনভেনার প্রবীর দেববর্মা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেণী মাধব দেবনাথ l বর্তমানে কোভিড ১৯ এর জন্য রাজ্যের রক্ত সংকট যাতে না ঘটে সেই কথা মাথায় রেখে ত্রিপুরা শারীর শিক্ষক-কর্মচারী সংঘ রক্তদান শিবির আয়োজন করেছেন l চড়িলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সিআরসি হলে অনুষ্ঠানের প্রদীপ জ্বালিয়ে সূচনা করেন জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত তিনি আলোচনা করতে গিয়ে বলেন বর্তমানে কোভিড-১৯ এর মধ্যে কর্মচারী সংঘের রক্তদান শিবির কে তিনি স্বাগত জানান l বর্তমানে এই কোভিড-১৯থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেই কথা লক্ষ রেখে রাজ্য সরকার বিভিন্নভাবে সহযোগিতা করছেন l রাজ্য সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলেই সকলে প্রচেষ্টায় চলছে কোভিড এর বিরুদ্ধে সংগ্রাম l রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের নির্দেশ সামাজিক দূরত্ব বজায় রাখা মাক্স ব্যবহার করা সে সমস্ত বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে হবে। রক্ত দান শিবিরের প্রধান অতিথি নলছড় বিধানসভা কেন্দ্রে বিধায়ক সুভাষ চন্দ্র দাস বলেন রক্ত টাকা দিয়ে কিনা যায় না সকলেই রক্তের ঘাটতি মোচন করা হয় রক্ত দানের মধ্য দিয়ে l আমাদের সরকার আসার পর যেভাবে রক্তদান শিবির শুরু হয়েছিল কোভিড-১৯ এর জন্য সামান্য একটা রক্তের ঘাটতি রয়েগেছে l তবে রক্তের অভাবে ত্রিপুরার লোক মারা গেছে এমন কোন রেকর্ড নেই আমাদের কাছে l কোভিড-১৯ এর মধ্যে রক্তদান শিবির করা যায় l এই রক্তদান শিবির মাধ্যমে শরীরের বিভিন্ন টেস্ট গুলো করা যাযl যাতে কোন ধরনের পয়সা লাগে না বিনা পয়সায় সরকার সেই টেস্টগুলো করিয়ে নেনl শারীর শিক্ষক সংগঠনের এই চিন্তাভাবনা কে সাধুবাদ জানিয়েছেন নলছড় বিধানসভা কেন্দ্রে বিধায়ক সুভাষ চন্দ্র দাসl নিজে বাঁচুন অন্যকে বাঁচানোর জন্যই রক্তদান শিবির l আগামী দিনে আরো কিভাবে রক্তদান শিবিরের সংখ্যা বাড়ানো যায় সেই চিন্তা মাথায় রেখে সামাজিক সংগঠনগুলো এগিয়ে আসার আহ্বান রাখেন l আলোচনা করেন শারীর শিক্ষক-কর্মচারী সংঘের রাজ্য কমিটির সভাপতি দিব্যেন্দু দত্ত তিনি বলেন কোভিড -১৯ এর মধ্যে রাজ্যের শারীরিক শিক্ষক কর্মচারী সংঘ রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে পাঁচ লক্ষ ৪৫ হাজার টাকার চেক দিয়েছেন।এছাড়া খেলোয়ারদের কথা চিন্তা করে আটটি জেলাতেই খেলোয়াড়দের কে প্রোটিন খাদ্য সামগ্রী দিয়েছে বলেও জানানl রাজ্যের ক্রীড়ামন্ত্রী হাতে 8 হাজার টাকার চেক দিয়েছেন। তিনি আরো বলেন ইতিমধ্যে যোগা কোচিং ক্যাম্প শুরু হয়েছে l রক্তদান শিবির ঘুরে দেখেন অতিথিরা l এই রক্তদান শিবিরে. মোট রক্ত দিয়েছেন 30 জন l শারির শিক্ষক আলমগীর হোসেন উনি নিজে সহ উনার স্ত্রী প্রথমবার মনোয়ারা বেগম রক্ত দান করেন এবং উনার ছেলে এমডি রিয়াজ হোসেন এমবিবিএস চিটাগাং ইউনিভার্সিটি ফোর্থ ইয়ারের ছাত্র সেও রক্তদান করলেন l তাদের রক্তদান শিবিরে একই পরিবারের স্ত্রী ছেলে এবং আলমগীর হোসেনের রক্তদান করাতে খুবই খুশি l রক্তদান শিবিরে শেষ সময় আসেন সিপাহীজলা জেলা দক্ষিণে জেলা বিজেপি সভাপতি দেবব্রত ভট্টাচার্য চড়িলাম মন্ডল সভাপতি রাজকুমার দেবনাথ l রক্তদান শিবিরে এবিপি ছাত্রসংগঠনের যুবক রক্ত দান করেনl