স্টাফ রিপোর্টার, আগরতলা, ৫ সেপ্টেম্বর।।ত্রিপুরা মার্ক ফেডের নাম করে পেট্রল পাম্পের লাইসেন্স প্রদানের জন্য অর্থ চাওয়ার অভিযোগ। নগদ ৪৫ লক্ষ টাকা দিলেই মিলবে পেট্রোল পাম্পের লাইসেন্স। এই ভাবে প্রতারনার ফাঁদে ফেলার চেষ্টা হয় বিলোনিয়ার এক ব্যবসায়ীকে। তিনি বিষয়টি নিয়ে সরাসরি কথা বলেন ত্রিপুরা মার্ক ফেডের ভাইস চেয়ারম্যান তাপস ঘোষের সঙ্গে। তিনি গোটা বিষয়টি শুনে সেই ব্যবসায়ীকে ফোন নাম্বার গুলি দেওয়ার জন্য বলেন। সেই মোতাবেক ব্যবসায়ী তাকে তিনটি ফোন নাম্বার দেন।
এই ফোন নাম্বারে পরিচয় গোপন করে ফোন করেন ক্ষোদ ত্রিপুরা মার্ক ফেডের ভাইস চেয়ারম্যান। দীর্ঘ কথা বার্তার পর প্রতারক চক্রকে আগরতলায় আসার জন্য প্রস্তাব দেন। বিষয়টি নজরে নেওয়া হয় সাংসদের। সমস্ত রকম ভাবে আইনি ব্যবস্থার মাধ্যমে প্রতারকদের পাকড়াও করার জন্য বলেন। এরপর পুলিশের সহায়তা নেন। পশ্চিম ও পূর্ব থানায় অবগত করা হয় বিষয়টি। যৌথ ভাবে পুলীশ ছক পাতে।
আগরতলা এসে প্রতারক চক্র তাদের ফোন করে দেখা করার কথা বলে। সেই মোতাবেক ত্রিপুরা মার্ক ফেডের ভাইস চেয়ারম্যান ও তার এক বন্ধু মিলে শান্তিপারার এক হোটেলে যান প্রতারকদের সঙ্গে কথা বলতে। এরপর পুলিশকে জানালে পুলিশ তিন প্রতারককে আটক করে পূর্ব থানায় নিয়ে আসে। তাদের একজনের নাম তপন দে। বাকীদের নাম জানা যায়নি।
ত্রিপুরা মার্ক ফেডের ভাইস চেয়ারম্যান তাপস ঘোষ জানান এভাবে একটা চক্র মার্ক ফেড ও রাজ্য সরকারের ভাব মূর্তি নষ্ট করার জন্য সক্রিয় রয়েছে । তাদের কোন ভাবেই বরদাস্ত করা হবেনা। বিষয়টি নজরে আশা মাত্রই ব্যবস্থা নেওয়া হয়। এই বিষয়ে মার্ক ফেডের এম ডি ও আধিকারিকে অবগত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনী পথে যাবে মার্ক ফেড। তবে একজনের বাড়ি উদয়পুর বলে জানা গেছে।