অনলাইন ডেস্ক, ৬ সেপ্টেম্বর ।। মহারাষ্ট্র সরকারের সঙ্গে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের দ্বৈরথ ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে।রবিবার সকালে শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত জানিয়েছেন, ওই মহিলা (কঙ্গনা) যদি ক্ষমা চায় মহারাষ্ট্রের কাছে তবে আমরা ভেবে দেখবো। মুম্বইকে মিনি পাকিস্তান বলে কটাক্ষ করেছে সে।
আহমেদাবাদকে সম্পর্কে এই ধরনের কথা বলার সাহস আছে তার।উল্লেখ করা যেতে পারে বৃহস্পবার অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত নিজের টুইট বার্তায় দাবি করেন যে সঞ্জয় রাউত তাকে হুমকি দিচ্ছে মুম্বাই না আসার জন্য। শহরের রাস্তাজুড়ে দেশ বিরোধী স্লোগান দেওয়া হচ্ছে। মুম্বাইকে এখন ক্রমশ পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মতো মনে হচ্ছে। সুশান্ত সিং রাজপুত এর জন্য কিছুই করেনি মুম্বই পুলিশ।
মাদকচক্র এবং চলচ্চিত্র মাফিয়াদের দ্বারা হেনস্থা হতে হয়েছিল তাকে। কঙ্গনা রানাওয়াতের এই ধরনের মন্তব্য এর পরই উত্তেজনা ছড়ায় মহারাষ্ট্রজুড়ে।