এডিসি নির্বাচনকে সামনে রেখে পাহাড়ে চলছে দলবদল এর পালা

স্টাফ রিপোর্টার, বিশালগড় , ৪ সেপ্টেম্বর৷৷ আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে পাহাড়ে চলছে দলবদল এর পালা৷ শুক্রবার গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের প্রমোদনগর এডিসি ভিলেজের ৪৭ নং বুথে বিজেপির এক সভা অনুষ্ঠিত হয়৷

উপস্থিত ছিলেন গোলাঘাটি কেন্দ্রের বিধায়ক তথা জম্পুইজলা ব্লক অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান বীরেন্দ্র কিশোর দেববর্মা, বিজেপি নেতা সুখরঞ্জন দেববর্মা, যতীন্দ্র দেববর্মা, অশোক দেববর্মা, সঙ্গীরাম দেববর্মা, মফিজ মিয়া, কাঞ্চন মিয়া প্রমুখ৷ আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিজেপির কার্যকর্তাদের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করার জন্য পরামর্শ দিয়েছেন তিনি বীরেন্দ্র বাবু৷ সভায় ১৫ পরিবারের ৭৫ জন ভোটার সিপিএম দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেন৷ যোগদানকারীদের পতাকা দিয়ে বরণ করে নেন তিনি বিধায়ক৷

সংখ্যালঘু অংশের মানুষ বিধায়ককে সামনে পেয়ে এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন৷ এতে রয়েছে মসজিদ মাদ্রাসার বিভিন্ন সমস্যার কথা৷ তাদের সমস্যার কথা শুনে কম সময়ের মধ্যে সমাধানের উদ্যোগ গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেছেন৷ এদিন বিধায়ককে কাছে পেয়ে খুশি এলাকার সাধারণ মানুষ৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?