গ্রামীণ ব্যাংকের অমরপুর শাখায় দুই কর্মী করোনা পজেটিভ, পরিষেবা বন্ধ

স্টাফ রিপোর্টার, অমরপুর, ৪ সেপ্টেম্বর৷৷অমরপুর গ্রামীণ ব্যাংকের শাখার দুই কর্মী করোনা পজেটিভ৷ গ্রামীণ ব্যাংকের অমরপুর শাখার দুই কর্মী করোনা পজেটিভ প্রমাণিত হওয়ার পর গ্রামীণ ব্যাংকের কাজকর্ম আপাতত বন্ধ রাখা হয়েছে৷

গ্রামীণ ব্যাংকের শাখা স্যানিটাইজ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷গ্রামীণ ব্যাংকের সমস্ত গ্রাহকদের এ বিষয়ে অবগত করে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছেন আপাতত ব্যাংকের পরিষেবা বন্ধ রাখা \nহচ্ছে৷পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পুনরায় ব্যাংকের কাজকর্ম শুরু করা হবে বলে ব্যাংকের ম্যানেজার জানিয়েছেন৷ ব্যাংকের শাখার অন্যান্য কর্মীদের করোনা টেস্ট করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ একই সঙ্গে কাজ করেছেন এমন অন্যান্য কর্মীদের করোনা পজিটিভ হওয়ার আশঙ্কা করছেন অনেকেই৷

গ্রামীণ ব্যাংকের শাখার দুই কর্মীর করোনা পজিটিভ হওয়ার সংবাদে অনেক গ্রাহক দুশ্চিন্তায় পড়েছেন৷কেননা গত কয়েকদিনে বেশ কিছু সংখ্যক গ্রাহক গ্রামীণ ব্যাংকের শাখায় লেনদেন করতে আসা যাওয়া করেছেন৷

স্বাস্থ্য দপ্তর থেকে বলা হয়েছে যারা এই সময়ের মধ্যে গ্রামীণ ব্যাংকে লেনদেন করতে আসা যাওয়া করেছেন তারা প্রত্যেকে যেন করোনা টেস্ট করিয়ে দেন৷ জনস্বাস্থ্যের তাগিদেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করতে আহ্বান জানানো হয়েছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?