রাজ্যের বিভিন্ন জায়গায় বাড়ছে চুরি, বাদ যাচ্ছে না মন্দির-চার্চ

স্টাফ রিপোর্টার, ধর্মনগর , ৪ সেপ্টেম্বর৷৷উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহাকুমার বাগবাসা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহাকুমার বাগবাসা আউটপোস্ট এর অধীন জইথাং এডিসি ভিলেজের ব্যাপ্ঢিস্ট চার্চ এর প্রধান কার্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ গতকাল গভীর রাতে চোরের দল ব্যাপ্ঢিস্ট চার্চ এর প্রধান কার্যালয়ে হানা দেয়৷

ব্যাপটিস্ট চার্চ এর প্রধান কার্যালয়ে হানা দিয়ে দুটি ল্যাপটপ এবং নগদ ২৭ হাজার টাকা হাতিয়ে নিয়ে যায় চোরের দল৷ এ ব্যাপারে শুক্রবার সকালে বাগবাসা আউটপোস্ট সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেন ব্যাপ্ঢিস্ট চার্জের কর্মকর্তারা৷ ঘটনার খবর পেয়ে বাগবাসা আউটপোস্ট এর পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ চোরেরা পালিয়ে যাওয়ার সময় সেখানে একটি শাবল ফেলে গেছে৷ পুলিশ চোরদের ফেলে যাওয়া শাবল উদ্ধার করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে৷তবে চুরি যাওয়া টাকা এবং ল্যাপটপ সহ অন্যান্য জিনিসপত্র উদ্ধারের কোনো সংবাদ নেই৷ব্যাপ্ঢিস্ট চার্চ এর প্রধান কার্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনা সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকার জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে পরিচিত লোকজনই এই চুরির ঘটনায় জড়িত রয়েছে৷ চোরদের অবিলম্বে গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকার জনগণ৷

বিশালগড় মহাকুমা বেশ কয়েকদিন ধরে চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ণ কারণ এখন চলছে নাইট কারফিউ কিন্তু কারফিউ এর মধ্যে কি করে এইভাবে প্রায় প্রতিদিন চুরি সংঘটিত করতে পারছে চোরের দল গত ২ দিন আগে বিশালগড় থানার অন্তর্গত গকুলনগর এলাকার ২ বাড়ি থেকে সর্বত্র চুরি করে নিয়ে যায় চোরের দল এর রেশ কাটতে না কাটতেই একেই এলাকাতে আবার গতকাল রাতে দুই বাড়িতে হানা দেয় চোরের দল ১ বাড়িতে চুরি করতে ব্যর্থ হলেও দিনমজুর কাউসার মিয়ার বাড়িতে চুরি করতে সক্ষম বাড়ি মালিক কাউসার মিয়া জানান যে ঘরের পেছনের জানালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে আলমারি থেকে নগদ ৫২ হাজার টাকা সহ কিছু স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় চোরের দল সকালে ঘুম থেকে উঠেলে চুরির ঘটনাটি নজরে আসে অন্যদিকে একই এলাকার আরেকটি বাড়িতে ঘরের দরজা ভাঙতে গেলে মালিক টের পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলে ততক্ষণে পালিয়ে যেতে সক্ষম হয় চোরের দল বর্তমানে চুরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় গকুলনগর এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে৷ টাকা এবং ল্যাপটপ সহ অন্যান্য জিনিসপত্র উদ্ধারের কোনো সংবাদ নেই৷ব্যাপ্ঢিস্ট চার্চ এর প্রধান কার্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনা সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকার জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে পরিচিত লোকজনই এই চুরির ঘটনায় জড়িত রয়েছে৷ চোরদের অবিলম্বে গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকার জনগণ৷

বিশালগড় মহাকুমা বেশ কয়েকদিন ধরে চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ণ কারণ এখন চলছে নাইট কারফিউ কিন্তু কারফিউ এর মধ্যে কি করে এইভাবে প্রায় প্রতিদিন চুরি সংঘটিত করতে পারছে চোরের দল গত ২ দিন আগে বিশালগড় থানার অন্তর্গত গকুলনগর এলাকার ২ বাড়ি থেকে সর্বত্র চুরি করে নিয়ে যায় চোরের দল এর রেশ কাটতে না কাটতেই একেই এলাকাতে আবার গতকাল রাতে দুই বাড়িতে হানা দেয় চোরের দল ১ বাড়িতে চুরি করতে ব্যর্থ হলেও দিনমজুর কাউসার মিয়ার বাড়িতে চুরি করতে সক্ষম বাড়ি মালিক কাউসার মিয়া জানান যে ঘরের পেছনের জানালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে আলমারি থেকে নগদ ৫২ হাজার টাকা সহ কিছু স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় চোরের দল সকালে ঘুম থেকে উঠেলে চুরির ঘটনাটি নজরে আসে অন্যদিকে একই এলাকার আরেকটি বাড়িতে ঘরের দরজা ভাঙতে গেলে মালিক টের পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলে ততক্ষণে পালিয়ে যেতে সক্ষম হয় চোরের দল বর্তমানে চুরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় গকুলনগর এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?