স্টাফ রিপোর্টার, আগরতলা, ৫ সেপ্টেম্বর ।। আগরতলা পৌরনিগম এলাকার বিভিন্ন স্থানে রাস্তার পাশে নির্মাণসামগ্রী দিনের-পর-দিন ফেলে রাখার ফলে মানুষের চলাচলে মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে নির্মাণ সামগ্রী রাস্তার পাশে ২৪ ঘণ্টার বেশি সময় ফেলে রাখা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পৌরনিগমের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে।কিন্তু তারপরও দিনের-পর-দিন নির্মাণসামগ্রী রাস্তার পাশে রেখে নির্মাণ কাজ করানোর চেষ্টা করছেন অনেকেই। রাস্তার পাশে নির্মাণসামগ্রী জমিয়ে রাখার ফলে রাস্তা সরু হয়ে যাচ্ছে।
যানবাহন চলাচল এমনকি রাস্তায় মানুষ চলাচলের ক্ষেত্রে মারাত্মক সমস্যা দেখা দিচ্ছে। এ ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার আগরতলা পৌর নিগমের ফোর্স বাহিনী এডভাইজার চৌমুহনীতে অভিযান চালায়।অভিযান চালিয়ে রাস্তার পাশে দীর্ঘদিন ধরে ফেলে রাখা ইট বালি সহ অন্যান্য নির্মান সামগ্রী তুলে নিয়ে যায়।এলাকার অন্যান্যদের সতর্ক করে দিয়ে বলা হয়েছে ২৪ঘণ্টার বেশি সময় রাস্তার পাশে নির্মাণসামগ্রী ফেলে রাখা হলে সেগুলি পৌরনিগমের টাক্সফোর্স বাহিনী তুলে নিয়ে যাবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শুধু রাজধানী আগরতলা শহরে নয় ,শহর এবং শহর টলি এলাকায় এ ধরনের ঘটনা প্রতি নিয়ত ঘটে চলেছে।পৌরনিগমের টাক্সফোর্স বাহিনী এখন থেকে নিয়মিত এইসব বেআইনি কাজ কর্মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়েছে। শুধুমাত্র বেআইনিভাবে নির্মাণ সামগ্রী ফেলে রাখার ক্ষেত্রে নয় ,ফুটপাত বিরোধী অভিযান চাঙ্গা করা হবে বলে পুরনিগমের পক্ষ থেকে জানানো হয়েছে।