দূর্গাপূজা উপলক্ষ্যে সরকার কিছু নির্দেশিকা জারি করেছে, জেনে নেন সেগুলি

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৫ সেপ্টেম্বর।। আসন্ন দূর্গাপূজায় রাজ্যে করোনার সংক্রমণ যাতে অধিক পরিমাণে না হয় সেদিকে লক্ষ্যে রেখে রাজ্য সরকারের তরফ থেকে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই নির্দেশিকা গুলি পালন করেই দূর্গাপূজা করতে হবে। যদিও এর আগে রবীন্দ্র ভবনে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আসন্ন দূর্গাপূজা উপলক্ষ্যে পূজা আয়োজকদের সাথে বৈঠক করেছিলেন। বৈঠকে পূজার কিভাবে প্রস্তুতি নেওয়া হবে সেবিষয় নিয়ে আলোচনা করা হয়।

রাজ্য সরকার যে নির্দেশিকা গুলি জারি করেছে তারমধ্যে উল্লেখ্যযোগ্য হল, এবছর প্রতিমার উচ্চতা ১০ ফুটের বেশী হতে পারবে না। এবছর পুজার উদ্যোগতারা চাদা সংগ্রহ করতে কারোর বাড়িতে যেতে পারবেন না। অনলাওনের মাধ্যমে টাকা সংগ্রহ পারবেন। পূজা প্যান্ডেলের সামনে ৫ থেকে ১০ জনের বেশী লোক ভিড় করতে পারবেন না। প্যান্ডেল এমনভাবে তৈরি করতে হবে যাতে করে দূর থেকে মানুষ মায়ের দর্শন করতে পারে। কোন প্রকার সাংস্কৃতিক অনুস্টান করা যাবে না, তাছাড়া প্রতিযোগীতা মূলক অনুস্টানও করা যাবে না।

এবার পূজায় মেলার আয়োজনও করা যাবে না। পূজা প্যান্ডেল এবং যে জায়গাগুলোতে দর্শনার্থীরা দাঁড়াবেন, সে স্থানগুলো দিনে তিনবার স্যানিটাইজ করতে হবে। প্যান্ডালগুলোর সামনে প্রয়োজনে একটি বড় টিভি বা এলইডি স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা উচিত যাতে দর্শনার্থীরা দূর থেকে মায়ের মূর্তি দর্শন করতে পারেন। দশমির দিন ৩০ জনের বেশী লোক দশমিতে যেতে পারবেন না

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?