স্টাফ রিপোর্টার, আগরতলা, ৪ সেপ্টেম্বর৷৷হাসপাতালে আসা রোগী, রোগীর পরিজন ও জনসাধারণকে প্রতি লিটারে ১ টাকার বিনিময়ে পরিশ্রত পানীয়জল প্রদানের লক্ষ্যে মল ইণ্ডাস্ট্রিস ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অব ইণ্ডিয়া’র (সিডবি) আগরতলা শাখার উদ্যোগে আজ অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতাল চত্ত্বরে ওয়াটার এটিএম বসানো হয়েছে৷
এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে ওয়াটার এটিএম-টি চালু হয়েছে৷ উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা এই ওয়াটার এটিএম’র উদ্বোধন করেন৷ অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন, সিডবি এর উদ্যোগে এখানে ওয়াটার এটিএম বসানোর ফলে জনসাধারণ ১ টাকার বিনিময়ে (প্রতি লিটার) পরিশ্রত পানীয়জল পাবেন৷ কোভিড-১৯ পরিস্থিতিতে সিডবি’র এই উদ্যোগ প্রশংসনীয়৷ তিনি আশা ব্যক্ত করে আগামীদিনগুলিতে সিডবি এই ধরণের আরও উদ্যোগ গ্রহণ করবে৷
অনুষ্ঠানে সিডবি আগরতলা শাখার ম্যানেজার গোপী নম্মী ও হাসপাতালের এম এস ডা. গৌতম মজমদার উপস্থিত ছিলেন৷ এই ওয়াটার এটিএম’র পরিচালনায় থাকবে সোসাইটি অব অ্যাকসন ফর অলটারনেটিভ থিঙ্কিং এণ্ড অ্যাকশন নামক একটি সামাজিক সংস্থা৷