নিম্নমানের জিনিসপত্র দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে, অভিযোগ এলাকাবাসীর

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৪ সেপ্টেম্বর৷৷ হেজামারা বড় কাঁঠাল রাস্তা নির্মাণ কাজ শুরু হয়েছে৷ রাস্তার পিচ ঢালাই চলেছে৷ কিন্তু রাস্তার গুণগত মান নিয়ে প্রশ্ণ তুলেছেন ওই এলাকায় বসবাসকারী মানুষজন৷এলাকাবাসীর অভিযোগ রাস্তা নির্মাণ কাজে যে ধরনের গুণগত সম্পন্ন জিনিসপত্র ব্যবহার করার কথা রয়েছে সেইসব জিনিসপত্র ব্যবহার করা হচ্ছে না৷

অত্যন্ত নিম্নমানের জিনিসপত্র দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে৷ এ বিষয়ে তীব্র আপত্তি তুলেছেন এলাকার জনগণ৷অবিলম্বে রাস্তা নির্মাণ কাজে গুণগত মানসম্পন্ন জিনিসপত্র ব্যবহার করার জন্য এলাকাবাসীর তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে৷অবিলম্বে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে তারা রাস্তা নির্মাণ কাজ বন্ধ করে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷ এ বিষয়ে তারা দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন৷স্থানীয় জনগণ জানিয়েছেন হেজামারা বড়খাল রাস্তাটি তৈরি করার জন্য এলাকাবাসীর দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন৷

নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এলাকার জনগণের দাবি অনুযায়ী রাস্তা নির্মাণের কাজ হাতে নেয়া হয়েছে৷ সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার জনগণ৷ হেজামারা বড় কাঁঠাল রাস্তা নির্মাণ কাজ সম্পন্ন হলে এলাকার বৃহৎ অংশের জনগণ দারুণভাবে উপকৃত হবেন৷ এলাকার কৃষক সহ সব মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা হল এটি৷

দীর্ঘদিন ধরে এ রাস্তাটির বেহাল অবস্থায় পড়ে থাকায় যাতায়াতের ক্ষেত্রে মারাত্মক সমস্যা হচ্ছিল৷ রাস্তাটির নির্মাণকাজ শুরু হওয়ায় এলাকার জনগণ সন্তোষ প্রকাশ করেছেন৷তবে রাস্তার গুণগতমন বজায় রেখে রাস্তার কাজ সম্পন্ন করার জন্য এলাকাবাসীর তরফ থেকে অনুরোধ জানানো হয়েছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?