সরকারি জমিতে ব্যাপকহারে গাঁজা চাষ, ধবংস করল পুলিশ এবং টিএসআর

স্টাফ রিপোর্টার, বিশালগড় , ৪ সেপ্টেম্বর৷৷সিপাহীজলা জেলার বিশালগড়ের মধুপুর থানা এলাকার দেবীপুর সরকারি গো প্রজনন খামার এর আশপাশে ব্যাপকহারে গাঁজা চাষ করা হচ্ছে৷সরকারি জমিতে ব্যাপকহারে গাঁজা চাষ করার পেছনে কে বা কারা জড়িত রয়েছে সে সম্পর্কে অবশ্য বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি৷দেবীপুর সরকারি গো প্রজনন খামার সংলগ্ণ এলাকায় ব্যাপক হারে গাঁজা চাষ হচ্ছে বলে সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে মধুপুর থানার পুলিশ সেখানে হানা দেয়৷

দেবীপুর সরকারি গো প্রজনন খামার সংলগ্ণ এলাকায় ব্যাপক হারে গাঁজা চাষ হওয়ার খবর পেয়ে অভিযান চালিয়ে প্রায় এক লক্ষ৩৫ হাজার গাজার নার্সারি ধবংস করে দেওয়া হয়েছে৷ এই সফল অভিযানের নেতৃত্ব দেন মধুপুর থানার এসআই তাপস দাস৷ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে পুলিশ এবং টিএসআর বাহিনীকে সঙ্গে নিয়ে তিনি অভিযান চালান৷

এর আগেও এসআই তাপস দাস এর নেতৃত্বে মধুপুর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রচুর গাজার নার্সারি ধবংস করা হয়েছে৷ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে৷একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে মধুপুর থানা এলাকার সীমান্তবর্তী এলাকা সহ বিভিন্ন এলাকায় ব্যাপক হারে গাঁজা চাষ শুরু হয়েছে৷লকডাউনের সুযোগকে কাজে লাগিয়ে গাজা চাষিরা আরবদশ উদ্দীপনা সঙ্গে গাঁজা চাষ শুরু করেছে বলে জানা গিয়েছে৷

গাঁজা চাষ আইনগতভাবে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও অধিক মুনাফা লাভের উদ্দেশ্যেই এ ধরনের গাঁজা চাষ করা হচ্ছে বলে জানা যায়৷ গাঁজা চাষ বন্ধ করার জন্য পুলিশ তৎপরতা অব্যাহত রেখেছে৷ পুলিশের তৎপরতা সত্ত্বেও গাজা চাষীরা তাদের প্রয়াস জারি রেখেছে বলে জানা গেছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?