স্টাফ রিপোর্টার, সোনামুড়া, ৫ সেপ্টেম্বর।। আজ ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে রইলেন সোনামুড়াবাসী সহ সকল রাজ্যবাসী। স্বাধীনতার পর রাজ্যে চালু হল জলপথ। শনিবার দুপুরে নৌযানে সোনামুড়ায় এল সিমেন্ট।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বৃহস্পতিবার সকালে কুমিল্লার দাউদকান্দি থেকে ২০০ ব্যাগ সিমেন্ট বোঝাই আন্তর্জাতিক নৌযান রওনা দিয়েছিল ত্রিপুরার উদ্দেশে। আজ গোমতী নদী দিয়ে সোনামুড়ায় এসে পৌছয়। এদিন নৌযানটিকে স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
তাছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশস্থিত ভারতের হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাশ। আজ এই নৌযানের আসার মধ্যে দিয়ে সূচনা হল দু-দেশের মধ্যে জলপথে বাণিজ্যিক সম্পর্ক। বলা যেতে পারে বাংলাদেশের থেকে পণ্য সামগ্রী নিয়ে ত্রিপুরায় আসার বিষয়টি দুপক্ষের বাণিজ্যের ক্ষেত্রেও এক নতুন মাইলফলক তৈরি করলো।