স্টাফ রিপোর্টার, আগরতলা, ৫ সেপ্টেম্বর ।। সময়মতো ন্যায্য মজুরি মিটিয়ে দেওয়ার দাবিতে আখাউড়া চেকপোস্ট মজুররা ধর্মঘটে সামিল হয়েছেন। শনিবার সকাল থেকেই তারা ধর্মঘট শুরু করেন।ধর্মঘটের ফলে শনিবার সকাল থেকেই মাল লোড-আনলোডের কাজ মারাত্মকভাবে বিঘ্নিত হয়।আন্দোলনরত শ্রমিকরা জানিয়েছেন চেকপোস্ট কর্তৃপক্ষ তাদের টাকা মিটিয়ে দিচ্ছে না।
লকডাউন পরিস্থিতিতে মজুরি টাকা সময়মত না পাওয়ায় তারা পরিবার প্রতিপালন করতে মারাত্মক সমস্যা সম্মুখীন হচ্ছে। সে কারণেই কর্তৃপক্ষের এ ধরনের ভূমিকার প্রতিবাদ জানিয়ে তারা আন্দোলনে শামিল হতে বাধ্য হয়েছে।যতক্ষণ পর্যন্ত তাদের বকেয়া মজুরি টাকা মিটিয়ে না দেওয়া হবে তারা ততক্ষণ পর্যন্ত আন্দোলনে বহাল থাকবে বলে জানিয়েছে।
এদিকে আখাউড়া চেকপোস্ট শ্রমিক ধর্মঘটের ফলে ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন। উভয় দিকে বেশ কিছু সংখ্যক যানবাহন আটকে পড়েছে। অবিলম্বে এই সমস্যার সমাধান করার জন্য কর্তৃপক্ষের কাছে ব্যবসায়ীদের তরফ থেকেও আহ্বান জানানো হয়েছে।