অনলাইন ডেস্কঃ ৪ সেপ্টেম্বর ।। মাত্র ১১ বছর বয়স থেকে আয়াক্সের অ্যাকাডেমিতে বড় হয়ে ওঠা। এরপর যুব দল থেকে সিনিয়র দল। আর আয়াক্সের সিনিয়র দলের হয়ে শেষ দু’টো মরশুম তো স্বপ্নের মতো গিয়েছে ডনি ভ্যান ডে বিকের। ইউরোপা লিগ রানার্স, চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পৌঁছনো থেকে শুরু করে ঘরোয়া লিগ জয়। গত কয়েকটা মরশুমে আয়াক্সের স্বপ্নের দৌড়ে দারুণভাবে অংশীদার হয়েছিলেন ২৩ বছরের বিক। আয়াক্সের অ্যাকাডেমিতে বড় হয়ে ওঠা ছেলেটা আজ দল বদলে বিশ্বের অন্যতম সম্ভ্রান্ত ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে।
গর্বের পাশাপাশি তাই মন ভার আয়াক্সের সিইও তথা প্রাক্তন ম্যান ইউ গোলরক্ষক এডুইন ভ্যান ডার সারের।ম্যাঞ্চেস্টার ইউনাইটেড সমর্থকদের উদ্দেশ্যে তাই একটি খোলা চিঠি লিখলেন এডুইন। ‘প্রিয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড সমর্থকেরা। আশা করি তোমরা ভালো আছো।’ এভাবেই অনুরাগীদের উদ্দেশ্যে লেখা চিঠির সূচনা করেছেন লাল ম্যাঞ্চেস্টারের ফুটবল ইতিহাসে অন্যতম সেরা গোলরক্ষক। এরপর এডুইন লেখেন, ‘পথ চলতে গিয়ে আরও একবার আমাদের দেখা হয়ে গেল। আমাদের খুব কাছের একজন আসন্ন মরশুম থেকে তোমাদের দলে। অন্যান্য অনেকের মতো সেও ছোট্ট বয়স থেকে আমাদের সঙ্গে। অভিষেকের পরে ও আমাদের ভীষণ প্রিয় হয়ে উঠেছিল।
বিশেষ করে গত মরশুম দু’টো দারুণ গিয়েছে ওর। ইউরোপা লিগ ফাইনাল, চ্যাম্পিয়ন্স লিগে স্বপ্নের দৌড় থেকে শুরু করে ডাচ চ্যাম্পিয়নশিপ খেতাব। ও এমন একটা দলের অংশ যে দলটা দেখিয়ে দিয়েছে বিশ্ব ফুটবলে আমাদের অবস্থানটা ঠিক কোথায়। তোমাদের মতো আমরাও প্রতিভা পালন করার বিষয়টি নিয়ে গর্ববোধ করি। তোমরা বলতে পারো তোমাদের নয়া তারকা সেই গর্বেরই প্রতিমূর্তি। আর সেই কারণেই আমরা ওকে সহজে ছাড়তে চাইনি। কিন্তু আমরা বুঝেছি এটাই ওর সঠিক সময় মুভ অনের। স্বপ্ন দেখার। আর তোমাদের থিয়েটার ছাড়া সেই স্বপ্ন দেখার ভালো জায়গা আর কী হতে পারে। বিশ্বাস করো আমি সবটা জানি।’
এরসঙ্গে সংযোজন করে এডুইন লেখেন, ‘দয়া করে ডনির খেয়াল রেখো আর ওকে স্বপ্ন দেখতে সাহায্য করো। আগামী খুব ভালো কাটুক।’ স্বাভাবিকভাবেই নয়া রিক্রুটকে নিয়ে ভ্যান ডার সারের এই খোলা চিঠি আপ্লুত করেছে ম্যান ইউ অনুরাগীদের। উল্লেখ্য, আয়াক্স থেকে ৩৯ মিলিয়ন ইউরোর বিনিময়ে ডনি ভ্যান ডে বিককে তুলে নিয়ে মরশুমের প্রথম দলবদলের বাজার সেরেছে ম্যান ইউ। যা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে বলে মত বিশেষজ্ঞদের। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে পাঁচ বছরের জন্য অন্তর্ভুক্ত হয়ে যারপরনাই খুশি বিক। ডাচ ফুটবলারটি জানিয়েছেন, ‘অভাবনীয় সব ইতিহাস জুড়ে যে ক্লাবের সঙ্গে সেই ক্লাবে সুযোগ পাওয়ার বিষয়টি ভাষায় ব্যক্ত করা আমার কাছে এককথায় অসম্ভব।’