চিনের প্রতিরক্ষামন্ত্রী ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-এর সঙ্গে বৈঠক করতে চায়

অনলাইন ডেস্কঃ ৪ সেপ্টেম্বর ।। পূর্ব লাদাখের প্যাংগং তসো লেকের দক্ষিণ উপকূলে চীনা পরিকল্পনাগুলি ব্যর্থ করার সময় যেভাবে ভারতীয় সেনারা উঁচুভূমিতে নিয়ন্ত্রণ নিয়েছিল তা দেখে ড্রাগন হতবাক ও চিন্তিত। তারা ভারতীয় সৈন্যদের তাত্পর্য দেখে অবাক, যার সামনে তাদের হাই-টেক সেন্সর ব্যর্থ হয়েছিল। ঠিক এই কারণেই রাশিয়ায় চলমান সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) বৈঠকের শেষে চিনের প্রতিরক্ষামন্ত্রী ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-এর সঙ্গে বৈঠক করতে চেয়ে অনুরোধ করেছেন।

যদি বৈঠক হয় তবে ভারত চিন সংঘর্ষের পর মে মাসের শেষ থেকে এটাই হবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও চিনা প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংগের তৃতীয় বৈঠক। সীমান্তে ভারত বুঝিয়ে দিয়েছে ভারত এখন আর চিনকে ভয় পায় না। সম্প্রতি ভারতের হারানো ভূমির কিছুটা চিনের হাত থেকে নিজেদের দখলে নিয়েছে ভারতীয় সেনা। একইসঙ্গে চিনকে ভারতের জমি দখল থেকে প্রতিহত করেছে ভারতের সিক্রেট ও স্পেশাল ফোর্স। সীমান্তে ভারতের এই মূর্তি দেখে বেশ চমকেছে ড্রাগন। ঠিক এই কারণেই রাশিয়াতে রাজনাথ সিং-এর সঙ্গে বৈঠক করতে চেয়েছেন চিনা প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংগে।

প্রসঙ্গত, গত বুধবার রাশিয়ায় তিনদিনের ‘Shanghai Cooperation Organisation’ সামিটে অংশ নিতে গিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেই একই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন চিনা প্রতিরক্ষা মন্ত্রীও। এসসিও সদস্য দেশগুলির প্রতিরক্ষামন্ত্রীদের মধ্যে এই বৈঠকের উদ্দেশ্য সন্ত্রাসবাদ এবং অন্যান্য মূল বিষয়গুলির পাশাপাশি আঞ্চলিক সুরক্ষা চ্যালেঞ্জগুলি নিয়ে আলোচনা করা। ভারত, চীন, রাশিয়া, কিরগিজস্তান, পাকিস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান সাংহাই সহযোগিতা সংস্থার আট সদস্যের দেশ। এমনকি রাশিয়া ভারতকে প্রতিশ্রুতি দিয়েছে যে তাঁরা আর পাকিস্তানকে অস্ত্র সরবরাহ করবে না।

অন্য দিকে দিল্লির পক্ষ থেকে বেজিং-কে স্পষ্ট ভাবে বুঝিয়ে দিয়েছে ভারত লাদাখে তার অবস্থান থেকে সরবে না যতক্ষণ না সীমান্ত নিয়ে লাদাখে স্থিতাবস্থা ফিরে আসে। এমনকি প্রয়োজনে যুদ্ধ পর্যন্ত ভারত করতে প্রস্তুত বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেছেন কূটনৈতিক ও সামরিক স্তরে আলোচনা হল সমস্যা সমাধানের একমাত্র পথ তা হলে ভারত কঠোর পদক্ষেপ নিতে পিছপা হবে না। সেটাই এখন ড্রাগন খুব ভালো করে বুঝতে পারছে। আর সেই কারণেই রাশিয়ায় চিনের প্রতিরক্ষামন্ত্রী ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-এর সঙ্গে বৈঠক করতে চেয়ে অনুরোধ করেছেন। বলা বাহুল্য যে রাশিয়া পর্দার আড়ালে থেকে ভারত-চিন বিবাদ মেটানোর চেষ্টা করছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?