অনলাইন ডেস্কঃ ৪ সেপ্টেম্বর ।। ফের ভারতে ফিরতে পারে টিকটক।সূত্রের খবর মোতাবেক, এর জন্য সফটব্যাংক ভারতীয় কোনও অংশীদার খুঁজছে। এই নিয়ে নাকি ওই জাপানি কোম্পানির কথা চলছে রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেলের সঙ্গে।
উল্লেখ্য, জুলাই মাসে ভারত সরকার জাতীয় সুরক্ষা এবং গোপনীয়তার কথা উল্লেখ করে টিকটক সহ মোট ৫৮ টি চিনা অ্যাপস নিষিদ্ধ করেছিল। কেন্দ্র সরকার জানিয়েছিল, তাঁদের আশঙ্কা টিকটক চিনা সরকারের সঙ্গে তাঁদের ব্যবহারকারীদের ডেটা শেয়ার করছে। আমেরিকাতেও ব্যান করা হয়েছে টিকটক। সেখানেও অনেকে এটি কিনতে আগ্রহ প্রকাশ করেছে।
এমনিতেই টিকটকের কিছু অংশের মালিক রয়েছে জাপানি সংস্থা সফটব্যাংক। এবার তাঁরা চিনা কোম্পানি বাইটড্যান্সের থেকে ভারতীয় অংশ কিনে নিতে সচেষ্ট হয়েছে। এর জন্য তাঁরা ভারতীয় কোম্পানি রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেলের সঙ্গেও কথা বলেছে বলে জানিয়েছে ব্লুমবার্গ। যদিও এব্যাপারে জিও ও এয়ারটেল কোনও মন্তব্য করতে রাজি হয়নি। সফটব্যাংক অন্য কোম্পানিরও খোঁজ করছে বলে জানা গিয়েছে।
এর আগে অগস্টেও আলোচনা হয়েছিল যে সফটব্যাংক টিকটকের ভারতীয় অংশ কিনে নিতে পারে। এই সংস্থা ভারতে ওলা ক্যাবস, স্ন্যাপডিল, ওয়ো রুমের মতো অনেক স্টার্টআপগুলিতে বিনিয়োগ করেছে।
ভারতে মারাত্মক জনপ্রিত অ্যাপ হল টিকটক। মোট ব্যবহারকারীদের মধ্যে ৩০ শতাংশই ছিল ভারতীয়। টিকটকের মাধ্যমে যা আয় হত তার ১০ ভাগ হত শুধু ভারত থেকেই। ২০২০ এপ্রিল অবধি প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে টিকটক অ্যাপটি ডাউনলোড হয়েছিল ২ বিলিয়নবার। এর মধ্যে ৬১ কোটির বেশি ছিল ভারতীয় ডাউনলোডকারী। এমনকি চিনের থেকেও ভারতে এই অ্যাপ বেশি ডাউনলোড হয়েছিল।