সোনপাতে পুরুষদের জাতীয় কুস্তি শিবিরে হানা দিল করোনা

অনলাইন ডেস্কঃ ৪ সেপ্টেম্বর ।। সোনপাতে পুরুষদের জাতীয় কুস্তি শিবিরে হানা দিল করোনা। আক্রান্ত হলেন টোকিও অলিম্পিকে ইতিমধ্যেই যোগ্যতা অর্জন করা কুস্তিগীর দীপক পুনিয়া। এছাড়া বাকি দুই আক্রান্ত হলেন নবীন এবং কৃষাণ। অর্থাৎ, আক্রান্ত ৩ কুস্তিগীর। সোনপাতে জাতীয় শিবিরের জন্য রিপোর্ট করা ৩ জন কুস্তিগীরের করোনা আক্রান্তের কথা বৃহস্পতিবার জানিয়েছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া।

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘তিনজন সিনিয়র কুস্তিগীর যারা জাতীয় শিবিরের জন্য রিপোর্ট করেছিলেন তাঁদের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে।’ তিনজন কুস্তিগীরকে সাইয়ের তালিকাভুক্ত হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, সাবধানতা অবলম্বন করেই তিনজনকে হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৮৬ কেজি বিভাগে রুপো জিতেছিলেন দীপক পুনিয়া। আর এই রুপো জয়ের সঙ্গে সঙ্গেই টোকিও অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেছিলেন তিনি। উল্লেখ্য, গত মঙ্গলবার থেকে সোনপাতে শুরু হয়েছে জাতীয় প্রস্তুতি শিবির। প্রস্তুতির জন্য সকল কুস্তিগীরকে একত্রিত করা হয়েছে। সাই’য়ের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিওর মেনেই শুরু হয়েছে ট্রেনিং। তবে কুস্তিগীররা আপাতত কোয়ারেন্টাইনেই রয়েছেন। ১৪ দিন পর শুরু হবে ট্রেনিং। শিবিরে পৌঁছনোর পর প্রোটোকল মেনে সে আরটি-পিসিআর টেস্ট হয়েছিল অ্যাথলিটদের। সেখানেই ৩ জন কুস্তিগীরের রিপোর্ট পজিটিভ এসেছে।

উল্লেখ্য, ১ সেপ্টেম্বর থেকে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার উদ্যোগে লখনউয়ে শুরু হওয়ার কথা ছিল মহিলা কুস্তিগীরদের জাতীয় প্রস্তুতি শিবির। কিন্তু কোভিড পরিস্থিতির কারণে শুরু করা যায়নি সেই শিবির। এর আগে জাতীয় ক্রীড়া সম্মান প্রদানের ঠিক আগেরদিন করোনা আক্রান্ত হয়েছিলেন টোকিও অলিম্পিকে এখনও অবধি যোগ্যতা অর্জন করা একমাত্র মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগত। তবে বুধবারই তিনি করোনামুক্ত হয়েছেন বলে জানিয়েছেন ‘খেলরত্ন’ ফোগত নিজেই।

বুধবার টুইট করে নিজেই তাঁর সুস্থতার কথা অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন ২০১৮ এশিয়াডে সোনাজয়ী মহিলা কুস্তিগীর। তবে সতর্কতা অবলম্বন করে এখনও কিছুদিন তিনি হোম আইসোলেশনে থাকবেন বলে জানিয়েছেন ফোগত। টুইটে মহিলা কুস্তিগীর বুধবার লেখেন, ‘আক্রান্ত হওয়ার পর গতকাল দ্বিতীয়বারের জন্য আমার কোভিড পরীক্ষা করা হয়েছে। আর আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি আমার দ্বিতীয় কোভিড পরীক্ষার রিপোর্টও নেগেটিভ এসেছে।’

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?