বিশ্বে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ২ কোটি ৬৫ লক্ষের কাছাকাছি

অনলাইন ডেস্কঃ ৪ সেপ্টেম্বর ।। করাল করোনার গ্রাস থেকে মুক্তি মিলছে না। দিন দিন বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। বিশ্বে এই
মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ২ কোটি ৬৫ লক্ষের কাছাকাছি। মৃত্যু হয়েছে ৮ লাখ ৭৩ হাজারের বেশি মানুষের।আক্রান্ত ও মৃতের নিরিখে শীর্ষে আমেরিকা। মোট আক্রান্তের অর্ধেকের বেশিই দেখা গিয়েছে আমেরিকা ও লাতিন আমেরিকায়। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন প্রায় ১ কোটি সাড়ে ৮৬ লক্ষ মানুষ।

ওয়ালর্ডোমিটার অনুসারে, শুক্রবার সকাল পর্য়ন্ত বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬৪ লাখ ৬৬ হাজার ৭৬৯ জন।
বেশিরভাগ দেশেই আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। শুধুমাত্র আমেরিকা যুক্তরাষ্ট্র, লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান
অঞ্চলেই পৃথিবীর মোট আক্রান্তের অর্ধেকের বেশি রয়েছেন। আক্রান্ত ও মৃতের সংখ্যায় সবার উপরে রয়েছে আমেরিকা। এই
দেশে মোট আক্রান্তের সংখ্যা ৬৩ লাখ ৩৫ হাজার ২৪৪ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ৯১ হাজার ০৫৮ জনের। এই দেশে সুস্থ
হয়ে উঠেছেন ৩৫ লাখ ৬৫ হাজার ০৯৬ জন। আক্রান্ত ও মৃতের সংখ্যায় দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। এই দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ৪৬ হাজার ১৫০। এই দেশে করোনা আক্রান্ত হয়ে ১ লক্ষ ২৪ হাজার ৭২৯ জনের মৃত্যু হয়েছে। তবে সুস্থ হয়ে উঠেছেন ৩২ লাখ ৪৭ হাজার ৭১০ জন। ভারত এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ৩৯ লক্ষ পেরিয়ে গিয়েছে। দৈনিক সংক্রমণে নিরিখে বিশ্বে প্রথম স্থান ভারতের।

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) একটি সমীক্ষার রিপোর্ট সামনে এসেছে। এই সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, করোনা মহামারির জেরে বিশ্বের ৯০ শতাংশ দেশে জরুরি স্বাস্থ্য পরিষেবা একেবারে বিপর্যস্ত! ভেঙে পড়েছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো। মার্চ থেকে জুন পর্যন্ত চলা এই সমীক্ষার তথ্য অনুযায়ী, এইডসে আক্রান্তদের ৩৩ শতাংশের চিকিৎসাই এখন থমকে গিয়েছে। ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রেও বিশ্বের প্রায় ৫৫ শতাংশ দেশে পরিষেবা বিঘ্নিত হয়েছে এই করোনা মহামারীর কারণে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?