অনলাইন ডেস্ক, ১ সেপ্টেম্বর।। সোমবারই কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার জানিয়েছে করোনার জেরে দেশের জিডিপিতে রেকর্ড পতন হয়েছে। চলতি ২০২০-২১ অর্থবর্ষের প্রথম তিন মাসে (এপ্রিল-জুন) জিডিপি ২৩.৯ শতাংশ। ১৯৯৬ সালে ত্রৈমাসিক জিডিপি ফলাফল প্রকাশের প্রক্রিয়া শুরু হওয়ার পর এই প্রথম এত বড় পতন হল জাতীয় উৎপাদনের হারের।
এই বিষয়টি নিয়েই এবার কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেছেন বিরোধীরা। মঙ্গলবার সকালে একটি টুইট করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। সেখানে তিনি লেখেন, দেশের অর্থনীতিকে বরবাদ করার প্রক্রিয়া নোট বাতিলের সময় থেকেই শুরু হয়েছিল। তারপর থেকে একের পর এক ভুল নীতি নিচ্ছে সরকার।
দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম বলেছেন, দেশের বিশেষজ্ঞ রা আগেই বলেছিলেন সংকুচিত হতে পারে জিডিপি। আগের অবস্থায় ফিরে আসতে অনেক সময় লাগবে। তাঁর অভিযোগ, অর্থনীতির প্রতিটি ক্ষেত্রেই খারাপ প্রভাব পড়েছে, কিন্তু সরকার তা রোধ করার জন্য কোনও পদক্ষেপ করেনি।
সিপিএম নেতা সীতারাম ইয়েচুরিও এই ইস্যুতে সরকারকে বিঁধেছেন।যদিও বিরোধী সমালোচনার মধ্যেও সরকারের পাশে দাঁড়িয়েছেন, কেন্দ্রের মুখ্য আর্থিক উপদেষ্টা কে ভি সুব্রমনিয়ম। এপ্রিল থেকে মে মাস পর্যন্ত দেশে কঠোরভাবে লকডাউন পালন হয়েছিল, তার প্রভাবই পড়েছে জিডিপিতে। তবে তিনি জানিয়েছেন দেশের অর্থনীতির ঘুরে দাঁড়ানোর লক্ষণ দেখা গিয়েছে।