স্টাফ রিপোর্টার, আগরতলা, ১ সেপ্টেম্বর।। এখন থেকে দ্বিচক্র যানে যারাই চলাচল করবেন, তাদের প্রত্যেকেই হেলমেট ব্যবহার করতে হবে। ১ সেপ্টেম্বর থেকেই এই নিয়ম লাগু হয়ে গেছে গোটা রাজ্যেই। এতদিন কেউই এই নিয়মটা মানেননি। তবে এখন থেকে এই নিয়ম না মানলে চালক ও সহ চালককে দিতে হবে জরিমান।
মোটর ভেহিকেল নিয়ম অনুযায়ী এই ফাইন দিতে হবে। এর মধ্যে যিনি চালক থাকবেন তার যদি হেলমেট না থাকে তাহলে সেকশন ১৯৪/ডি অনুযায়ী এক হাজার টাকা ফাইন দিতে হবে। একই ভাবে সহ চালক হিসেবে যিনি থাকবেন তার মাথায় ও যদি হেলমেট না থাকে, তাহলে সেকশন ১৯৪, সি অনুযায়ী তাকে ও এক হাজার টাকা জরিমানা দিতে হবে।
তত সঙ্গে যার নামে দিচক্র জানের লাইসেন্স রয়েছে সেটা তিন মাসের জন্য বাজেয়াপ্ত ও করা হবে। মঙ্গলবার ট্রাফিকের তরফে শহরের তিনটি জায়গায় এই অভিযান চালানো হয়। এদিন শুধু যান চালকদের বুঝিয়ে দেওয়া হয় ট্রাফিকের এই গাইডলাইন।