অনলাইন ডেস্ক, ১ সেপ্টেম্বর।। এক মহিলাকে অর্ধনগ্ন করে গলায় জুতার মালা পরিয়ে ঘোরানো হলো গোটা গ্রামে। শুধু তাই নয়, ওই মহিলাকে ব্যাপক মারধর করা হল। ওই মহিলাকে যখন মারধর করা হচ্ছিল তখন বহু মানুষ সেখানে উপস্থিত ছিলেন এবং তারা সকলেই ওই মহিলাকে মারার জন্য আনন্দে হাততালি দিচ্ছিলেন। কেউ কেউ নাচানাচিও করছিলেন।
খবর পেয়ে পুলিশ গিয়ে ওই মহিলাকে উদ্ধার করে। সোমবার এই ঘটনা ঘটেছে অসমের বরপেটা জেলায়। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। অজ্ঞাত পরিচয় বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। জানা গিয়েছে ওই মহিলা স্থানীয় পঞ্চায়েতের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। ওই মহিলার বিরুদ্ধে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বড়সড় দুর্নীতির অভিযোগ উঠেছে।
গ্রামবাসীদের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় যাদের ঘর পাওয়ার কথা ছিল তারা কেউই ঘর পায়নি। কিন্তু পঞ্চায়েত সদস্য ওই মহিলার চেনা পরিচিত অনেকেই ঘরের টাকা পেয়েছেন। যদিও তাদের সেটা পাওয়ার কথা নয়। তাই ওই মহিলাকে উচিত শিক্ষা দিতে এভাবে শাস্তি দেওয়া হয়েছে। শুধু মহিলাকে মারধর নয়, পঞ্চায়েতে ভাঙচুর এবং আগুন লাগিয়ে দেওয়া হয়।
পঞ্চায়েত অফিসের বেশ কিছু আসবাবপত্র, কম্পিউটার ভাঙচুর করা হয়। আগুন দেওয়া হয় গুরুত্বপূর্ণ কাগজপত্রে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পুলিশ তল্লাশি শুরু করেছে। কারা পঞ্চায়েত ভাঙচুর ও আগুন লাগানোর সঙ্গে যুক্ত ছিল তাদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি ওই মহিলাকে মারধর করার ঘটনাতেও পৃথকভাবে আরও একটি অভিযোগ দায়ের করেছে।