স্টাফ রিপোর্টার, আগরতলা, ১ সেপ্টেম্বর।। <br>
শহর আগরতলায় সকাল থেকেই বৃষ্টি। কখনো মুশল ধারে আবার কখনো হাল্কা। ধাপে ধাপে চলা এই বৃষ্টিতে সেই পুরনো ছন্দে ফিরে গেল শহর আগরতলা। রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিতে জল জমতে দেখা যায়। সেই জল রাস্তা পেড়িয়ে প্রবেশ করে দোকানে।
তবে জল নিকাশি ব্যবস্থার আধুনিকি করণের ফলে জমা জল অবশ্য বেশীক্ষন স্থায়ী হয়নি। কিছু সময়ের মধ্যেই জল নেমে যায়। তবে এই জল পেড়িয়েই চলাচল করতে হয় যান চালক ও পথচারীদের। জলে আটকে পড়ে দ্বি চক্র যান বাহন।