অনলাইন ডেস্ক, ১ সেপ্টেম্বর।। লোন মোরেটোরিয়াম অর্থাৎ ঋণশোধের উপর ছাড়ের সময়সীমা বাড়তে পারে আরও দুবছর পর্যন্ত। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সরকার। এর অর্থ, যারা বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছেন, তাঁরা ঋণশোধে দুবছরের ছাড় পেতে পারেন।
মূলত করোনা সংক্রমণ ও লকডাউনের কারণে মানুষের উপর যে আর্থিক বোঝা চেপেছে ও ব্যবসার যে ক্ষতি হয়েছে তা থেকে কিছুটা সুরাহা দিতেই এই সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র। সুপ্রিম কোর্টে এদিন সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, করোনা সংক্রমণের জেরে কোন সেক্টরে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখছে সরকার।
তবে ঋণশোধের উপর ছাড়ের সময়সীমা বাড়লেও ইএমআই এর উপর ব্যাঙ্কগুলি অতিরিক্ত সুদ চাপাবে কিনা সেবিষয়ে এদিন স্পষ্ট করে শীর্ষ আদালতে কিছু বলতে পারেনি কেন্দ্র। এবিষয়ে বুধবারও শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। এদিন সব পক্ষের বক্তব্য শোনা হবে বলে জানিয়েছে আদালত।