অনলাইন ডেস্ক, ১ সেপ্টেম্বর।। গত দুদিনের তুলনায় কিছুটা হলেও কমল দৈনিক সংক্রমণের সংখ্যা। গত এক সপ্তাহ ধরে নতুন আক্রান্তের সংখ্যা ৭৫ হাজার ছাড়িয়েছে। যদিও এদিন তা নামল ৭০ হাজারের নিচে। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৬৯ হাজার ৯২১ জন। এপর্যন্ত দেশে মোট সংক্রমিতের সংখ্যা ৩৬ লাখ ৯১ হাজার ১৬৬।
মৃতের সংখ্যাতেও বিশ্বে তিন নম্বরে রয়েছে ভারত। করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ৬৫ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮১৯ জনের। প্রসঙ্গত, আমেরিকায় ভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা ১ লাখ ৮৭ হাজারের কাছাকাছি, ব্রাজিলে ১ লাখ ২১ হাজার। দেশে এখন কোভিড ডেথ রেট বা মৃত্যুহার ১.৭৭%। পাশাপাশি সুস্থতার হারও বেশি। গত ২৪ ঘণ্টায় ৬৫ হাজারের বেশি রোগী করোনা সারিয়ে সুস্থ হয়েছেন। সুস্থতার হার ৭৬.৯৪ শতাংশ। দেশে বেড়েছে করোনা পরীক্ষার সংখ্যাও।
আইসিএমআরের হিসেবে এখনও অবধি ভারতে নমুনা পরীক্ষা হয়েছে মোট ৪ কোটি ২৩ লক্ষ ০৭ হাজার ৯১৪টি। রোজই প্রায় আট লাখের বেশি কোভিড টেস্ট হচ্ছে। সোমবার দেশে করোনা পরীক্ষা হয়েছে দশ লক্ষের বেশি। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছিল, প্রতিদিন ১০ লাখের বেশি নমুনা পরীক্ষা করার পরিকল্পনা করা হয়েছে।