স্টাফ রিপোর্টার, আগরতলা, ১ সেপ্টেম্বর।। দেশের প্রাক্তন রাষ্ট্রমন্ত্রী প্রণব মুখপাধ্যায় সোমবার প্রয়াত হওয়াতে রাষ্ট্রীয় শোঁক ঘোষণা করা হয়েছে সরকারিভাবে।
কিন্তু গত ২৫ আগস্ট প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি বীরজিৎ সিনহার গাড়ির উপর দুস্কৃতিদের হামলার ঘটনার প্রতীবাদে ৩ সেপ্টেম্বর বনধ ডাকা হয়েছিল। আর সেদিন এই বনধ স্হগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক দলগুলি।
আর সেই বনধ আগামী ৮ সেপ্টেম্বর করা হবে বলে প্রদেশ কংগ্রেস সবাদলের সভাপতি নিত্য গোপাল রুদ্রপাল সাংবাদিকদের সাথে বৈঠকে জানান। তিনি এদিন প্রাক্তন রাষ্ট্রমন্ত্রী প্রণব মুখপাধ্যায় প্রয়ানে গভীর শোক জ্ঞাপন করে উনার রাষ্ট্রের প্রতি অবদান তুলে ধরেন।