অনলাইন ডেস্ক, ১ সেপ্টেম্বর।। সুপ্রিম কোর্টে বড় রেহাই পেল দেশের টেলিকম সংস্থাগুলি। সরকারের পাওনা বকেয়া এজিআর (adjusted gross revenue) মেটাতে টেলিকম সংস্থাগুলিকে ১০ বছর সময় দিয়েছে শীর্ষ আদালত।
এই দশ বছরে ধাপে ধাপে বকেয়া অর্থ মেটানো যাবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। এজিআর বাবদ দেশের টেলিকম সংস্থাগুলির কাছে প্রায় ১.৬ লক্ষ কোটি টাকা পাওনা বকেয়া রয়েছে কেন্দ্রের।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি এস আব্দুল নজির এবং এমআর শাহের বেঞ্চ আরও বলেছে, মোট বেকেয়া এজিআর এর ১০ শতাংশ ৩১ মার্চ, ২০২১ সালের মধ্যে কেন্দ্রকে দিয়ে দিতে টেলিকম সংস্থা গুলিকে। বাকি বকেয়া শোধ করতে ১০ বছরের সময় মিলবে।
কেন্দ্রীয় সরকার অবশ্য এই বকেয়া এজিআর মেটাতে টেলিকম সংস্থাগুলিকে ২০ বছর পর্যন্ত সময় দেওয়ার পক্ষপাতী ছিল। সুপ্রিম কোর্ট এদিন বলেছে, ২০২১ সালের ১ এপ্রিল থেকে ২০৩১ সালের ৩১ মার্চের মধ্যে বকেয়া এজিআর মেটাতে হবে সংস্থাগুলিকে।
প্রতি বছর ৭ ফেব্রুয়ারির মধ্যে এই বকেয়া মেটাতে হবে। দেরি হলে এর সঙ্গে জরিমান ও সুদ যোগ হবে। কিভাবে এই বকেয়া এজিআর টেলিকম সংস্থাগুলি মেটাতে চায় তা চার সপ্তাহের মধ্যে জানাতে নির্দেশ দিয়ে শীর্ষ আদালত।