স্টাফ রিপোর্টার, আগরতলা, ১ সেপ্টেম্বর।। করোনা ভাইরাস মোকাবেলায় রাজধানীর লেইক চৌমুহনী বাজারের সবজি বাজারকে সোমবার স্বামী বিবেকানন্দ ময়দানে স্থানান্তর করা হয়েছে। যাতে করে বাজারে ক্রেতা বিক্রেতাদের মধ্যে সামাজিক দূরত্ব বাজায় থাকে। কিন্তু বর্তমানে চরম সমস্যার সন্মুক্ষীণ সবজি ব্যবসায়ীরা।
তারা জানায় সোমবার থেকে বৃষ্টির ফলে স্বামী বিবেকানন্দ ময়দান জল আর কাদায় একাকার হয়ে গেছে। এতে করে ক্রেতারা আসতে পারছে না। ক্রেতা না আসার ফলে তাদের সবজি বিক্রয় হচ্ছে না। তাদের ব্যবসা খুবই খারাপ চলছে। তার উপর তারা দোকান নিয়ে ঠিক ভাবে বসতে পারছে না। জল আর কাদার মধ্যে সবজি নিয়ে তাদের দোকানদারি করতে হচ্ছে।
বাজারে ক্রেতাদের ভিড় না হওয়ায় সামাজিক দূরত্ব বজায় থাকছে, কিন্তু বিক্রেতাদের মাথায় হাত। এই নিয়ে সবজি ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাজ।