স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩১ আগস্ট৷৷ করোনার তাণ্ডবে আগরতলা পুর নিগম এলাকায় রাত্রিকালীন কারফিউ-র সময়সীমা বাড়ানো হয়েছে৷ রাত ৯টার বদলে ৮টা থেকে কারফিউ লাগু হবে৷ জারি থাকবে ভোর পাঁচটা পর্যন্ত৷ পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডা: সৈলেশ কুমার যাদব ওই আদেশ জারি করেছেন৷ ৩০ সেপ্ঢেম্বর পর্যন্ত ওই আদেশ কার্যকর থাকবে৷
প্রসঙ্গত, গত কয়েকদিনে পুর নিগম এলাকায় মারাত্মকভাবে করোনা-র প্রকোপ বেড়েছে৷ আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে৷ পরিস্থিতি এমন পর্যায়ে পৌচেছে ত্রিপুরা সরকার পুর নিগমের ১০টি নতুন করে সমীক্ষা চালিয়েছে৷ সাথে এন্টিজেন টেস্ট করা হচ্ছে৷ ১৪ দিন পুর নিগমের ৪, ৫, ৬, ১২, ১৩, ১৪, ২০, ২৬, ৪০ এবং ৪৬ এই ১০টি ওয়ার্ডে লাগাতর এন্টিজেন টেস্ট করবে৷ করোনা আক্রান্তদের মেডিকেল কীট দেওয়া হবে৷ তাছাড়া, করোনা-র লক্ষণ রয়েছে এমন আক্রান্তদের পালস অক্সিমিটার দিচ্ছে ত্রিপুরা সরকার৷ তাতে, শরীরে অক্সিজেনের মাত্রা রোগী নিজেই মেপে নিতে পারবেন৷
আজ পশ্চিম ত্রিপুরা জেলা শাসক আনলক ৪.০ বিজ্ঞপ্তি জারি হওয়ার পর শুধু পুর নিগম এলাকায় অন্যান্য বিধিনিষেধের সাথে রাত্রিকালীন কারফিউ-র সময়সীমা বাড়িয়েছে৷ পুর নিগম এলাকার বাইরে সময় অপরিবর্তিত থাকবে৷ নতুন নির্দেশ অনুযায়ী ১ সেপ্ঢেম্বর থেকে ৩০ সেপ্ঢেম্বর পর্যন্ত পুর নিগম এলাকায় রাত্রিকালীন কারফি৷ রাত ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত বলবত থাকবে৷ পুর নিগম এলাকার বাইরে রাত্রিকালীন কারফি৷ ৯টা থেকে লাগু হবে৷