মোদীর বন্ধুত্ব কাজে এল, ভারতকে আর্থিক সাহায্য জাপানের

অনলাইন ডেস্ক, ১ সেপ্টেম্বর।। করোনা অতিমারির বিরুদ্ধে লড়ছে গোটা দেশ। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার প্রকোপ। আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। মারাও যাচ্ছেন। এই প্রক্ষিতে এবার করোনা মোকাবিলায় ভারতের পাশে দাঁড়ালো জাপান। একশো, দুশো নয় প্রায় ৩,৫০০ কোটি টাকা ভারতকে ঋণ দেবে জাপান।

উদ্দেশ্য, এই চরম সঙ্কট যেন দ্রুত কাটিয়ে উঠতে পারে ভারত। ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অতিরিক্ত সচিব ডঃ সি. এস. মহাপাত্র ও ভারতের জাপান দূতাবাসের রাষ্ট্রদূত মিঃ সুজুকির উপস্থিতিতে এই চুক্তি সম্পাদিত হয়েছে। জানা গেছে, বিশেষতঃ স্বাস্থ্য খাতেই ভারতকে এই বিরাট অঙ্কের আর্থিক সাহায্য করেছে জাপান। এই আর্থিক সাহায্যের অন্যতম উদ্দেশ্য করোনার বিরুদ্ধে ভারতে যথাযথ চিকিৎসা পরিকাঠামো গড়ে তোলা ও করোনার মোকাবিলায় চিকিৎসা ও স্বাস্থ্য সংক্রান্ত প্রয়োজনীয় সাহায্য করা।

উল্লেখ্য, ১৯৫৮ সাল থেকেই ভারত ও জাপানের মধ্যে বন্ধুত্ব দৃঢ় হয়েছে। গত কয়েক বছরে এই দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে পরস্পরের প্রতি অর্থনৈতিক সাহায্য ও নানা বিষয়ে সহযোগিতা লক্ষ্য করা গেছে। ভারতকে এই আর্থিক সাহায্যের দ্বারা আন্তর্জাতিক ক্ষেত্রে এই দুই দেশের বন্ধুত্ব যে আরও মজবুত হল এটা তারই ইঙ্গিত বলে মনে করছে তথ্যভিজ্ঞ মহল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?