স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩১ আগস্ট।। রাজ্যে করোনা মৃত্যুর সর্বকালের রেকর্ড ভেঙেছে। আজ সোমবার একদিনে ১০ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে মোট ১১২ জনের মৃত্যু হয়েছে। আজ আক্রান্ত হয়েছে মোট ৫০৯ জন।
আজ মৃত ১০ জন হল পশ্চিম ত্রিপুরা জেলার ৬ জন, গোমতীর ১ জন, ঊনকোটির ১ জন, ধোলাইয়ের ১ জন এবং নর্থ ত্রিপুরার ১ জন। রাজ্যে করোনায় মৃত্যুর মিছিল থামছেই না। বরং প্রতিদিন ভয়ংকর হচ্ছে করোনার প্রকোপ। স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে দুশ্চিন্তা আরও বেড়েছে। রাজ্যে এখন পর্যন্ত ১১,৬৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে ৭,৬৫৪ জন সুস্থ হয়েছেন এবং সক্রিয় আছেন ৩,৮৫৮ জন। কিন্ত সবচেয়ে উদ্বেগের ঘটনা হল, একদিনে করোনা আক্রান্ত ১০ জনের মৃত্যু।
এখন পর্যন্ত সর্বাধিক মৃত্যু হয়েছিল ৬ জনের। স্বাভাবিকভাবে মৃতের সংখ্যা ঝড়ের গতিতে বৃদ্ধি রাজ্যে সরকার এবং ত্রিপুরাবাসীকে গভীর চিন্তায় ফেলেছে। বর্তমানে ত্রিপুরায় মৃতের হার ০.৯৬ শতাংশ। এদিকে, করোনা আক্রান্তের হার রাজ্যে ৪.২৮ শতাংশ।