অনলাইন ডেস্ক, ১ সেপ্টেম্বর।। শেষ হয়েছে পাঁচ দশকের রাজনৈতিক পথচলা। শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে। মঙ্গলবার সকাল ৯টা ১০ মিনিটে সেনা হাসপাতাল থেকে বের করা হয় প্রাক্তন রাষ্ট্রপতির মরদেহ। ৯টা ২০ মিনিটে রাজাজি মার্গের বাসভবনে পৌঁছয় শববাহী শকট। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ উপ-রাষ্ট্রপতি ভেঙ্কইয়া নায়ডু, রাহুল গান্ধী-সহ বিশিষ্টরা। করোনা আবহে সমস্ত বিধি মেনেই শ্রদ্ধাজ্ঞাপন করা হচ্ছে প্রাক্তন রাষ্ট্রপতিকে। প্রধানমন্ত্রীর পর একে একে শ্রদ্ধা জানান লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ প্রমুখ।
সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। এরপর গান স্যালুট। দুপুর ২টোয় লোধী এস্টেটে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হবে। ২১ দিনের লড়াই শেষে গতকাল সন্ধ্যায় দিল্লির সেনা হাসপাতালে প্রয়াত হন প্রণব মুখোপাধ্যায়। তাঁর স্মরণে সাতদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।<br>