প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে মর্মাহত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১ সেপ্টেম্বর।। দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে মর্মাহত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার। প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তিনি। তাঁর পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

সংসদীয় রাজনীতিতে প্রবেশ করার পর প্রণব মুখোপাধ্যায়ের দীর্ঘ সময় ব্যাপী এই প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলেন, তিনি কংগ্রেস রাজনীতির সাথে প্রথব থেকে যুক্ত। সেই সুবাদে, সংসদীয় ব্যবস্থায় বিশেষ করে মন্ত্রীসভাতে বিভিন্ন সময়ে খুবই গুরুত্বপূর্ণ পদে তিনি আসিন ছিলেন। দায়িত্ব প্রতিপালনের ক্ষেত্রে তিনি নিজের অভিজ্ঞতা ও দক্ষতার প্রমান রেখেছেন। ত্রিপুরার সাথে ওনার রাজনৈতিক সম্পর্ক ছিল।

কংগ্রেসের নেতা হিসাবে তিনি সর্বভারতীয় স্তর থেকে ত্রিপুরার কংগ্রেসকে পরিচালনা, পরামর্শ ও সহায়তা করার জন্য অনেকবার ত্রিপুরায় এসেছেন। পরবর্তী সময় রাষ্ট্রপতি পদে প্রতিদ্ধন্দিতা করার সময় তিনি ত্রিপুরায় এসেছিলেন। তখন ত্রিপুরায় বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল। তিনি রাজ্যের বিধায়কদের সাথে কথা বলেছিলেন। কারন রাষ্ট্রপতি নির্বাচনে বিধায়করা ভোট দাতা। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর একাধিক দিনের জন্য তিনি ত্রিপুরায় এসেছিলেন। পালাটনা বিদ্যুৎ প্রকল্পের উদ্ধোধন করেছিলেন তিনি।

NIT -র কয়েকটি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন তিনি। দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার। তিনি আরও বলেন ভারতবর্ষের মানুষ এমনকি ত্রিপুরা রাজ্যের মানুষও প্রয়াত প্রণব মুখোপাধ্যায়কে মনে রাখবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?