স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩১ আগস্ট।। জেইই মেইন এবং নিট পরীক্ষার জন্য ব্যাপক আয়োজনের প্রয়োজনীয়তা নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ড. রমেশ পোখরিয়াল নিশাঙ্ক মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছেন। মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে সমস্ত ব্যবস্থায় কোনও ত্রুটি থাকবে না বলে আশ্বস্ত করেছেন।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এক টুইট বার্তায় বলেন, সুদূর পূর্বোত্তরের রাজ্য ত্রিপুরায় নিট এবং জেইই মেইন পরীক্ষায় নথিভুক্ত ৬৮৬৮ জন পরীক্ষার্থীর জন্য ১৩টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। সেখানে সমস্ত সুযোগ সুবিধা এবং সুরক্ষা ব্যবস্থার ব্যপক আয়োজনের প্রয়োজন রয়েছে, ত্রিপুরার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন তিনি।
এবিষয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে আশ্বস্ত করে বলেন, জেইই মেইন এবং নিট পরীক্ষার দিন পরীক্ষার্থীদের কোনও ধরনের অসুবিধা হবে না। সেই লক্ষ্যে সমস্ত আয়োজন করা হয়েছে। তাঁর দাবি, ওই সকল পরীক্ষার্থীরা আমাদের রাজ্যের ভবিষ্যত। করোনার সংক্রমণ থেকে তাঁদের সুরক্ষিত রাখার জন্য ব্যাপক আয়োজন করা হয়েছে। কোনও অসুবিধা হবে না, দৃঢ়তার সাথে বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।