অনলাইন ডেস্ক, ১ সেপ্টেম্বর।। করোনা সংক্রমণে রাশ টানা যাচ্ছে না। এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা দুই কোটি ৫৬ লাখ ৩৩ হাজার ১৯৪। এর মধ্যে ৮ লাখ ৫৪ হাজার ৭৪৭ জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ৭৯ লাখ ৩৮ হাজার ৯৮০ জন। করোনায় এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। আমেরিকা ও দক্ষিণ এশিয়ায় সংক্রমণ এখনও দ্রুত বাড়ছে।
অন্যদিকে ইউরোপে গত কয়েক মাসে কিছুটা সংক্রমণ কমলেও ফের নতুন করে রোগটির প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। যদিও এখন আক্রান্তের পর সুস্থ হওয়ার হার দ্রুত বাড়ছে। ওয়ার্ল্ডোমিটার-এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৬২ লাখ ১১ হাজার ৭৯৬। মৃত্যু হয়েছে এক লাখ ৮৭ হাজার ৭৩৬ জনের।
আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩৯ লাখ ১০ হাজার ৯০১। এর মধ্যে এক লাখ ২১ হাজার ৫১৫ জনের মৃত্যু হয়েছে। ভারতে আক্রান্তের সংখ্যা ৩৬ লাখ ৮৭ হাজার ৯৩৯। এর মধ্যে ৬৫ হাজার ৪৩৫ জনের মৃত্যু হয়েছে। করোনার উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ৫৮।
এর মধ্যে ৪,৬৩৪ জনের মৃত্যু হয়েছে। যদিও দেশটির বিরুদ্ধে প্রকৃত পরিস্থিতি গোপন করার অভিযোগ রয়েছে। উহানের একজন স্বেচ্ছাসেবী বলেন, বুদ্ধি-বিবেচনাসম্পন্ন যেকোনও মানুষ এই সংখ্যা (সরকারি পরিসংখ্যান) নিয়ে সন্দেহ প্রকাশ করবেন।
এদিকে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তরুণদের মাধ্যমে করোনাভাইরাস ছড়াচ্ছে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। বিশেষ করে উপসর্গহীন তরুণরা নতুন করে সংক্রমণ ছড়াচ্ছে বলে দাবি হু-র।