স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩১ আগস্ট।। গৃহবধূ নির্যাতন নিয়ে শান্তিরবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করলো মহিলা মোর্চার সদস্যরা। ঘটনার বিবরনে জানা যায় শান্তির বাজার মহকুমার বিএসএফ কেম্প সংলগ্ন এলাকায় অন্য পুরুষের দ্বারা প্রতিনিয়ত নির্যাতনের স্বীকার হয়ে যাচ্ছে এক গৃহবধু। অভিযোগ গৃহবধূকে নির্যাতনের ক্ষেত্রে অভিযুক্ত সুরেশ মুহুরীকে সহযোগিতা করছে গৃহবধূর শাশুরী।
গৃহবধূর স্বামী কাজের সূত্রে বারির বাইরে থাকেন। তাই গৃহবধূকে একা পেয়ে তার উপর অত্যাচার চালায় সুরেশ মুহুরী। জানা যায় সুরেশ মুহুরী প্রতিনিয়ত গৃহবধূর বাড়ীতে আসা যাওয়া করে। গৃহবধূর শাশুড়ীর সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে সুরেশ মুহুরীর। দীর্ঘ বেশ কয়েক মাস ধরে সুরেশ মুহুরী ঐ গৃহ বধূকে নির্যাতন করে যাচ্ছে। অবশেষে ঐ গৃহবধূ শান্তির বাজার মহিলা মোর্চার দ্বারস্থ হয়।
পরবর্তী সময় এলাকাবাসী ও মহিলা মোর্চার কার্যকর্তাদের সহযোগিতায় রবিবার রাতে অভিযুক্ত সুরেশ মুহুরীর নামে ঐ গৃহবধূ শান্তির বাজার থানায় লিখিত মামলা দায়ের করে। এই ঘটনা সম্পর্কে মহিলা মোর্চার সদস্যরা। সংবাদ প্রতিনিধিদের জানানা।