অসম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করল যুব কংগ্রেস

স্টাফ রিপোর্টার, আমবাসা, ৩১ আগস্ট।। একাধিক সমস্যা নিয়ে সরব ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস আজ অসম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করেছে| টানা দুই ঘন্টার অবরোধে উভয়দিকে যান চলাচল ব্যহত হয়েছে| পরে পুলিশের হস্তক্ষেপে জাতীয় সড়ক অবরোধ মুক্ত করা হয়েছে| যুব কংগ্রেস-র অবরোধকারীদের পুলিশ আটক করার পর জাতীয় সড়ক অবরোধ মুক্ত হয়|

এ-বিষয়ে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি পূজন বিশ্বাস বলেন, চিটফান্ড, এডিসি-তে অনুন্নয়ন, নারী নির্যাতন এবং তিপ্রাল্যন্ডের বিরোধিতা সহ ১১ দফা দাবি আদায়ে আজ সংগঠনের কর্মী সমর্থক-রা ধলাই জেলায় করমছড়ায় অসম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করেছে| সকাল ১০টায় ওই অবরোধ কর্মসূচি শুরু হয়েছিল| প্রায় দুই ঘন্টা জাতীয় সড়ক অবরোধ করা হয়েছিল|

এদিনের অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি পিযুষ বিশ্বাস, প্রাক্তন বিধায়ক রাজেশ্বর দেববর্মা, প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক বাপ্টু চক্রবর্তী এবং কৈলাসহর জেলা যুব কংগ্রেস সভাপতি মো: আব্দুল মতিন সহ যুব কংগ্রেস নেতৃত্বগণ| ধলাই জেলা পুলিশ সুপার কিশোর দেববর্মা বলেন, যুব কংগ্রেস কর্মী-রা আজ জাতীয় সড়ক অবরোধ করেছিলেন|

কিন্ত, সকলকে আটক করা হয়েছে| জাতীয় সড়ক অবরোধ মুক্ত হয়েছে| তাঁর দাবি, জাতীয় সড়কে বেশি সময় অবরুদ্ধ করতে দেওয়া হয়নি| পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে|

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?