সিপিআইএমের পার্টি অফিসের রাতে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩১ আগস্ট।। রাজধানী আগরতলা শহর সংলগ্ন প্রতাপগড় এর সিপিআইএমের পার্টি অফিসের গতকাল রাতে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। পার্টি অফিসের যাবতীয় আর আসবাবপত্র ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকার সিপিআইএম নেতা কর্মী সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। অভিযোগের তীর শাসকদলের দিকেই।

এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এ ব্যাপারে কাউকে গ্রেপ্তারের কোনো সংবাদ নেই।সিপিআইএম পশ্চিম জেলা কমিটির পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানানো হয়েছে।সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক প্রাক্তন বিধায়ক পবিত্র কর সিপিআইএম প্রতাপগড় পার্টি অফিসে হামলা ও ভাংচুরের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

এ ধরণের ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের খুঁজে বের করে কটুর শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্য সরকার এবং পুলিশের কাছে দাবি জানিয়েছেন তিনি।পবিত্র বাবু বলেন রাজ্যের বিভিন্ন স্থানে সিপিআইএম পার্টি অফিস গুলিতে হামলা ভাঙচুর এবং নেতাকর্মী সমর্থকদের ওপর হামলার ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। এ ধরনের ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও তিনি আখ্যায়িত করেছেন।

বিরোধী দলের রাজনৈতিক অধিকার হরণ করার জন্য এ ধরনের চক্রান্ত শুরু হয়েছে। এভাবে হামলা-ভাঙচুর সংঘটিত করে বিরোধী দলকে স্তব্ধ করা যাবে না বলে তিনি স্পষ্ট ভাবে হুঁশিয়ারি দিয়েছেন।এত রনের হিংসাত্বক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা না হলে সিপিআইএম রাজ্যজুড়ে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত হয় বলে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন।

উল্লেখ্য শুধুমাত্র প্রতাপগড় এই নয় রাজ্যের বিভিন্ন স্থানে সিপিআইএম পার্টি অফিসে হামলা ভাঙচুর এমনকি সিপিআইএম নেতা কর্মী সমর্থকদের ওপর প্রতিনিয়ত হামলার ঘটনা সংঘটিত হচ্ছে। এসব ঘটনার জন্য শাসক দলকে দায়ী করে চলেছে বিরোধীদল সিপিআইএম। রাজ্যে রাজ্যে পরিস্থিতির চরম অবনতি ঘটেছে বলেও সিপিআইএমের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?