স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩১ আগস্ট।। রাজধানী আগরতলা শহর সংলগ্ন মধ্য ভূবন বন এলাকায় রাস্তা নির্মাণের দাবিতে পথ অবরোধ করেন এলাকার মানুষ। অবরোধের ফলে এলাকাটি দীর্ঘক্ষণ অন্যান্য এলাকার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে থাকে।এলাকাবাসীর অভিযোগ এলাকার রাস্তাটি সংস্কারের জন্য দীর্ঘদিন ধরে তারা স্থানীয় জনপ্রতিনিধি প্রশাসনের কর্মকর্তাদের কাছে দাবি জানিয়ে আসছেন।
কিন্তু মধ্য ভবন এলাকায় রাস্তা সংস্কার এবং নির্মাণের কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না।ফলে এলাকার কৃষক সহ সাধারন মানুষ যাতায়াত করতে বড় ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। তারা আরো জানান এলাকার বেশিরভাগ মানুষই কৃষিজীবী। কৃষি কাজ করে তারা জীবিকা নির্বাহ।তাদের উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করার জন্য রাস্তাঘাটের প্রয়োজন।
রাস্তাঘাটের সমস্যার জন্য তারা সময়মতো উৎপাদিত কৃষিপণ্য বাজারে নিয়ে যেতে পারছেন না।ফলে তারা আর্থিক দিক দিয়ে মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।এসব বিষয় বিবেচনা করে অবিলম্বে এলাকায় রাস্তা নির্মাণের উদ্যোগ গ্রহণ করতে তারা সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।তাদের অভিযোগ নির্বাচন এলেই বিভিন্ন দলের নেতারা এলাকার রাস্তাঘাট তৈরি বিষয় নিয়ে মুখ খুললেন এবং মায়াকান্না কেঁদে থাকেন।
ভোটের বৈতরণী পার হয়ে গেলেই তারা এলাকার রাস্তা নির্মাণের বিষয়ে আর কথা বলেন না। নেতা মাতব্বরদের এ ধরনের কার্যকলাপেএলাকার সাধারণ মানুষ প্রচণ্ড ক্ষুব্ধ। সোমবার এলাকাবাসীর ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটায় ফলে এলাকার জনগণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। অবরোধের খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা অবরুদ্ধ স্থলে ছুটে যান।
আন্দোলনকারীদের সঙ্গে তারা আলোচনায় মিলিত হন।অবিলম্বে মধ্য ভূবনবন এলাকায় রাস্তা নির্মাণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলে তাদেরকে আশ্বস্ত করা হয়।প্রতিশ্রুতি অনুযায়ী এলাকার রাস্তাঘাটের উন্নয়ন না ঘটায় তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে স্পষ্ট ভাবে হুঁশিয়ারি দিয়েছেন।প্রশাসনের কর্মকর্তাদের প্রতিশ্রুতির ভিত্তিতে আপাতত তারা অবরোধ আন্দোলন প্রত্যাহার করে নেন।