স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩১ আগস্ট।। করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন আইনজীবী পদ্মা দত্তগুপ্ত| তিনি গতকাল শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন| আজ দুপুরে তিনি প্রয়াত হন| তিনি ত্রিপুরার প্রথম আইনজীবী করোনা আক্রান্তে মৃত্যু হয়েছে|
প্রয়াত আইনজীবী সারা ভারত আইনজীবী ইউনিয়নের ত্রিপুরা রাজ্য কমিটির সহ-সভানেত্রী ছিলেন| বেশ কয়েক বছর তিনি মহিলা কমিশন এবং শিশু অধিকার সুরক্ষা কমিশনের সদস্যা ছিলেন| মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর|
রবিবার রাতে তিনি প্রচন্ড শ্বাসকষ্ট অনুভব করেন| তখন তাকে আগরতলায় একটি বেসরকারী হাসপাতালে নেওয়া হয়েছিল| সেখানে কোভিড-১৯ পরীক্ষায় তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে| সঙ্গে সঙ্গে তাকে জি বি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে|
জি বি হাসপাতালে তিনি আইসিইউ-তে ভর্তি ছিলেন| আজ দুপুরে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন| তাঁর স্বামী ডা: নিলাদ্রী সেনগুপ্ত, মেয়ে ডা: কমলিকা সেনগুপ্ত ও ছেলে সেনগুপ্ত-র নমুনা সংগ্রহের ব্যবস্থা করছে স্বাস্থ্য দফতর|