স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩১ আগস্ট।। ডিওয়াইএফআই এর প্রাক্তন সহ সভাপতি তপন চক্রবর্তী প্রয়াণ দিবস সোমবার যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।উপলক্ষে আগরতলায় ছাত্র-যুব ভবনের সামনে প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া তাঁর নিজ বাড়ি বাগানবাজার এলাকাতেও যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস পালন করা হয়। উল্লেখ্য আজ থেকে ২১বছর আগে শান্তিনগর থেকে বাগানবাজার ফেরার পথে সন্ধ্যারাতে নৌকা ঘাটে দুষ্কৃতিকারীদের গুলিতে নিশংস ভাবে খুন হয়েছিলেন তৎকালীন সহ সভাপতি তপন চক্রবর্তী।
তৎকালীন বাম আন্দোলনের অন্যতম লড়াকু নেতা তপন চক্রবর্তীর প্রয়াণ দিবস রাজ্যের অন্যান্য স্থানেও যথাযোগ্য মর্যাদায় পালন করেছে বাম যুব সংগঠন। করোনা ভাইরাস সংক্রমণ জনিত কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে দিন শহীদান দিবস পালন করা হয়। উল্লেখ্য যুবনেতা তপন চক্রবর্তী যুব আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছিলেন।
এই লড়াকু নেতার মৃত্যুতে যুব আন্দোলনের ব্যাপক ক্ষতি হয়েছে বলেও দাবি করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। রাতের অসমাপ্ত কাজ ও ইচ্ছে পূরণের জন্য যুবসমাজকে কাজ করার জন্য শহীদান দিবস এ আহ্বান জানানো হয়েছে।