স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩১ আগস্ট।। শিল্পতালুক বুধজংনগরে অভিসার বিল্ডার্স প্রাইভেট লিমিটেড নামে একটি বেসরকারি শিল্প প্রতিষ্ঠান এর অনৈতিক কাজ কর্ম ঘিরে ওই প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।ঘটনার প্রতিবাদে প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক-কর্মচারীরা সোমবার প্রতিবাদ-বিক্ষোভ সংগঠিত করেন।
সংবাদ সূত্রে জানা গেছে ওই বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের একজন কর্মী করোনা ভাইরাস সংক্রমণে সংক্রমিত হয়।এই খবর পাওয়ার পর প্রতিষ্ঠানে কর্মরত অন্যান্য শ্রমিকরা নিজেদের জীবন নিরাপত্তার স্বার্থে হোম কোয়ারেন্টাইন এ যান। এসব বিষয় নিয়ে ওইসব শ্রমিক-কর্মচারীরা শিল্প প্রতিষ্ঠান কর্মকর্তার সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও তাতে প্রতিষ্ঠানের কর্মকর্তারা সাড়া দেননি।
উপরন্তু তাদেরকে শিল্প প্রতিষ্ঠানে অনুপস্থিতি থাকার কারণ দেখিয়ে নো ওয়ার্ক নামে একটি নোটিশ ছড়িয়ে দেওয়া হয়।এ ধরনের নোটিশ পাওয়ার পর থেকে শ্রমিক কর্মচারীদের মধ্যে ক্ষোভের আগুন ধিক ধিক করে জ্বলতে থাকে। এর বহিঃপ্রকাশ ঘটেছে সোমবার সকালে।সোমবার সকালে হোম-কোয়ারেন্টিন শেষ হওয়ার পর ওইসব শ্রমিকরা কাজে যোগ দিতে আসলে তাদেরকে জানিয়ে দেওয়া হয় যারা
এতদিন শিল্প প্রতিষ্ঠানে অনুপস্থিত ছিল তাদেরকে ঐসব দিনের মজুরের টাকা দেওয়া হবে না।কোম্পানি কর্তৃপক্ষের এ ধরনের অনৈতিক কাজ কর্মে প্রচন্ড ক্ষোভ প্রকাশ করেন শ্রমিকরা। তার শিল্প প্রতিষ্ঠান সামনে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন সংগঠিত করেন।তারা স্পষ্টভাবে জানিয়ে দেন কোম্পানি কর্তৃপক্ষ অনৈতিক সিদ্ধান্ত প্রত্যাহার করে না নিলে আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন।