স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩১ আগস্ট।। ত্রিপুরা আয়ুস মিশন এমপ্লয়িজ এসোসিয়েশনের উদ্যোগে রাজধানী আগরতলা শহরে গাংগাইল রোড এলাকায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
রক্তদান শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের চেয়ারম্যান দীপক কুমার মজুমদার।রক্তদান শিবিরের বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের চেয়ারম্যান দীপক কুমার মজুমদার বলেন বর্তমান করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের সংকট দেখা দিয়েছে। রক্ত সংকটের কারণে চিকিৎসার পরিসেবা মারাত্মকভাবে বিঘ্নিত। যাদের জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন তারা রক্ত পাচ্ছেন না।চিকিৎসা পরিসেবার ক্ষেত্রে এটি অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে।
করোনা ভাইরাস সংক্রমণ জনিত কারণে বিভিন্ন ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠন এবং সামাজিক সংস্থা গুলি রক্তদান শিবির সংগঠিত করতে পারছে না। এই সংকটময় মুহূর্তে ত্রিপুরা আয়ুস মিশনএমপ্লয়িজ অ্যাসোসিয়েশন রক্তদান শিবিরের আয়োজন করায় সন্তোষ ব্যক্ত করেছেন ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের চেয়ারম্যান।
এই সংকটময় মুহূর্তে অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন গুলিকে রক্তদানে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। উদ্যোক্তারা জানিয়েছেন আগামী দিনেও তাদের এ ধরনের সামাজিক কাজকর্ম অব্যাহত থাকবে।