স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩১ আগস্ট।। রাজধানী আগরতলা শহরের রামনগর তিন নম্বর রোডে সোমবার সকাল সাড়ে নয়টা নাগাদ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মারতী অগ্নিকান্ডে ভস্মীভূত হয়ে গেছে। মারুতি গাড়ির নম্বর টি আর ০১ ডি ২২৭৮। জানা যায় এটি একটি সরকারি অফিসের ভাড়া করা গাড়ি।গাড়ির চালক এদিন সকালে রামনগর ট্রেন নম্বর রোডে এক অফিস কর্মকর্তাকে নিয়ে যাওয়ার জন্য এসেছিল।
রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে অপেক্ষা করছিলো গাড়ির চালক। হঠাৎ গাড়ির চালক লক্ষ করে সিটের নিচ থেকে ধোয়া বের হচ্ছে। সঙ্গে সঙ্গে এগিয়ে যায় গাড়ি চালক। গাড়িতে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে গাড়িচালক দমকল বাহিনীকে ফোন করে। গাড়ির চালকের চিৎকার শুনে স্থানীয় লোকজন বের হয়ে আসেন। তারা আগুন আয়ত্তে আনার জন্য চেষ্টা করেন। এরইমধ্যে ছুটে আসে দমকল বাহিনী।
দমকল বাহিনীর জওয়ানরা এসে আগুন আয়ত্তে আনে।তবে এরই মধ্যে গাড়িটি আগুনে পুড়ে ছারখার হয়ে যায়।তবে দমকল বাহিনীর তৎপরতার ফলে গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হতে পারিনি। ফলে অল্পেতে রক্ষা পেয়েছে এলাকার বাড়িঘর। গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে ভয়াবহ আকার ধারণ করতে পার ত বলে আশঙ্কা করা হচ্ছে।
রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মারোতি গাড়িত অগ্নিকাণ্ডের খবর এ এলাকায় তীব্র আতঙ্ক সৃষ্টি হয়। প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে এ ঘটনার তদন্ত শুরু করেছে।