স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩০ আগস্ট।।রবিবার অনুষ্ঠিত হল প্রদেশ বিজেপি-র কার্যকারিণী বৈঠক। বিশ্বব্যাপী করোনা মহামারীর কারনে এই বৈঠক একটু ভিন্ন ভাবে করা হয়। সেমি ভার্চুয়াল ভাবে হয় এই কার্যকারিণী বৈঠক। কিছু কার্যকর্তা প্রদেশ বিজেপি কার্যালয়ে অংশ নেন।
বাকীরা অন লাইনে অংশ নেন। প্রদেশ বিজেপির কার্যকারিণী বৈঠকের আগে শনিবার অনুষ্ঠিত হয় প্রদেশ বিজেপির কোর কমিটির বৈঠক ও অফিস বিয়ারার বৈঠক। পৃথক পৃথক ভাবে অনুষ্ঠিত হয় এই বৈঠক। রবিবারের কার্যকারিণী বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বিজেপি-র উত্তর পূর্বাঞ্চলের সাধারন সম্পাদক অজয় জাম্বোয়াল, রাজ্যের উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মণ, প্রদেশ বিজেপির সভাপতি ডাঃ মানিক সাহা, সহ প্রদেশ বিজেপির অন্যান্য নেতৃত্বরা।
প্রদীপ প্রজ্বলন করে এই কার্যকারিণী বৈঠকের সূচনা করেন বিজেপি-র উত্তর পূর্বাঞ্চলের সাধারন সম্পাদক অজয় জাম্বোয়াল।