স্টাফ রিপোর্টার, বিশালগড়, ৩০ আগস্ট।। হাসপাতাল থেকে পালিয়ে গেল করোনা পজিটিভ রোগী। ঘটনা বিশালগড় মহকুমার কমলাসাগর বিধানসভার মধুপুর হাসপাতালে। আর তা নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এদিকে মধুপুর থানার পুলিশ থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। ঘটনার বিবরণে জানা যায় গত তিন দিন পূর্বে সোনামুড়া ওরমাই থেকে পুষ্প দেববর্মা নামে এক মহিলা তার মেয়ের জামাই বাড়িতে মধুপুর এলাকার বিদ্যামুরাতে আসে। তার মেয়ের জামাতার নাম নরেন্দ্র দেববর্মা।
পরবর্তী সময়ে নরেন্দ্র দেববর্মার স্ত্রী গর্ভবতী হওয়ার মধুপুর হাসপাতালে নিয়ে আসে। ওই সময় কর্তব্যরত চিকিৎসকরা নরেন্দ্র দেববর্মা তার স্ত্রীর সবিতা দেববর্মা এবং শাশুড়িকে এন্টিজেন টেস্ট করানো হয়। কিন্তু সেই টেস্টে নরেন্দ্র দেববর্মার শাশুড়ির করোনা পজিটিভ আসে। পরে ডাক্তারবাবুরা সেই মহিলাকে কোভিদ সেন্টারে নিয়ে যাওয়ার জন্য কাজ চালায়। কিন্তু এ সুযোগে সেই মহিলা সেখান থেকে পালিয়ে যায়। হঠাৎ হাসপাতাল থেকে পালিয়ে যায়। মুহূর্তের মধ্যেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। হাসপাতাল থেকে মধুপুর থানা জানানো হয়।
বিশালগড় স্বাস্থ্য আধিকারিক সহ সকল জায়গায় সেই খবর পাঠানো হয়। এদিকে ডাক্তার পূজা সাহা জানান মধুপুর থানার মাধ্যমে সোনামুড়া থানায় জানানো হয়েছে, যদিও সংবাদ লেখা পর্যন্ত সেই মহিলার হদিস পাওয়া যায়নি। জানা যায় সে মহিলার বাড়ি সোনামুড়া ওরমাই। অন্যদিকে মধুপুর হাসপাতালে ডাক্তারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। কর্তব্যে গাফিলতির ধরুন একটি করোনা পজিটিভ রোগী ডাক্তার এবং অন্যান্য স্টাফদের চোখে ধুলো দিয়ে কি করে হাসপাতাল থেকে পালিয়ে যায় তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।