স্টাফ রিপোর্টার, সোনামুড়া, ৩০ আগস্ট।। ভয়াবহ যান দুর্ঘটনায় ঘটনাস্থলে প্রাণ হারালেন অটো চালক। ঘটনাটি ঘটেছে মেলাঘর থানার অধীন বাগমারা এলাকায়। নিহত অটো চালকের নাম মিঠুন দেবনাথ। বয়স আনুমানিক ২৬।
সংবাদ সূত্রে জানা গিয়েছে টিআর০৭-২৫৬৪ নম্বরের রাবার কিনতে গজারিয়া যাচ্ছিলেন। হঠাৎ রাস্তায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে অটোটি রাস্তার পাশে খাদ পাল্টি মেরে একটি গাছের সাথে ধাক্কা লাগে। তাতে অটো থেকে ছিটকে পড়েন চালক। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
পরে মেলাঘর থানার পুলিশকে জানানো হয়। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়। পুলিশ দুর্ঘটনার একটি মামলা নিয়েছে। অটো চালক মিঠুন দেবনাথের মর্মান্তিক মৃত্যুতে গোট গজারিয়ায় শোকের ছায়া নেমে আসে।