স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩০ আগস্ট।। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। জিবি হাসপাতালকে কোভিড ট্রিটমেন্ট সেন্টার হিসাবে আগেই ঘোষণা করা হয়েছে। বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে সকলকে সঠিক ভাবে পরিষেবা প্রদানের লক্ষ্যে জিবি হাসপাতালের বেশকিছু বিভাগ সাময়িক কালের জন্য আগরতলাস্থিত অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতালের নবনির্মিত ভবনে স্থানান্তর করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সেই মোতাবেক রবিবার থেকে জিবি হাঁসপাতালস্থিত সার্জিকেল, অস্থি, নাক-কান-গলা, ট্রমা সেন্টার, ও দন্ত বিভাগ আগরতলাস্থিত অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতালের নবনির্মিত ভবনে স্থানান্তর করা হয়। শুধু মাত্র মেডিক্যাল ইমারজেন্সি পরিষেবা গুলি জিবি হাসপাতালের এস এস ব্লক স্থিত মেডিসিন বিভাগ থেকে প্রদান করা হচ্ছে। জিবি হাঁসপাতাল থেকে বিভিন্ন সামগ্রী নিয়ে যাওয়া হয় আগরতলাস্থিত অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতালের নবনির্মিত ভবনে।
যুদ্ধ কালীন তৎপরতায় পরিষেবা প্রদানের লক্ষ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করে এদিন থেকে তা কার্যকর করা হয়েছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানান রোগী ও তাদের আত্মীয় পরিজনেরা। তাদের বক্তব্য জিবিতে তারা কিছুটা আতঙ্কে ছিল। কিন্তু নতুন স্থানে স্থানান্তরিত হওয়ায় সকলের জন্য ভাল হয়েছে বলে জানান তারা।