দাউদকান্দি থেকে সোনামুড়া আসার জন্য প্রস্তুত জলযান

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩০ আগস্ট।। জলপথে যোগাযোগের নতুন দিগন্ত খুলে গেল। সেই লক্ষ্যেই পদক্ষেপ নেয় রাজ্য সরকার। অর্থ নৈতিক ব্যয় সঙ্কোচনের পাশাপাশি পণ্য সামগ্রী আনার বিষয়টি আরো সহজতর করতে ইতিমধ্যেই চট্টোগ্রাম বন্দর ব্যবহার শুরু হয়েছে। এবার জলপথে বাংলাদেশের মুনামীগঞ্জ থেকে গোমতী নদী হয়ে সোনামুড়ার শ্রীমন্তপুর জেটিতে পৌঁছুবে পণ্যবাহী জলযান। সব ঠিক ঠাক থাকলে আগামী ২ সেপ্টেম্বর ৫০ টন সিমেন্ট নিয়ে রওয়ানা হবে পণ্যবাহী বার্জটি।

আগামী ৫ সেপ্টেম্বর সোনামুড়ার শ্রীমন্তপুর জেটিতে এই পণ্যবাহী জলযানকে স্বাগত জানাবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তার আগে রবিবার সোনামুড়া শ্রীমন্তপুর জেটি সহ ব্যবস্থাপনা আশপাশের প্রস্তুতি ক্ষতিয়ে দেখতে দেখতে যান শিল্প ও বানিজ্য দপ্তরের সচিব কিরন গিত্যে। এই পণ্যবাহী জলজান চলাচল শুরু হলে দুদেশের আন্তর্জাতিক বানিজ্যের ক্ষেত্রে দারুন সহায়ক হবে। একই সঙ্গে বানিজ্য আরও উন্নয়ন ঘটবে আশা ব্যক্ত করেন শিল্প ও বানিজ্য দপ্তরের সচিব কিরন গিত্যে। ত্রিপুরা এতে লাভবান হবে বলে জানান তিনি। জলপথে পণ্যবাহী জলজান চলাচল শুরু হলে স্থানীয় বহু মানুষের কর্মসংস্থান হবে। একই সঙ্গে রাজ্যের জন্য খুলে যাবে জোগাজোগে নতুন দিগন্ত।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?