স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ আগস্ট।। ত্রিপুরা জন জাগরণ মঞ্চের তিন সদস্যক এক প্রতিনিধি দল রাজ্যের অতিরিক্ত মুখ্যসচীবের সঙ্গে সাক্ষাৎ করেন। রাজ্যের একমাত্র সরকারী ফার্মাসি প্রতিষ্ঠান রিপস্যাটে বি ফার্মা সিট বিক্রির অভিযোগ তুলে প্রতীবাদ জানান।
১৯৯৭ সালে রিপস্যাট প্রতিষ্ঠিত হয়। আসন সংখ্যা ছিল ৩০। এর মধ্যে ১৭ টি রাজ্যের আর বাকি গুলি উত্তর পূর্বাঞ্চলের অন্য রাজ্য পেয়ে থাকে। বর্তমানে এই আসন সংখ্যা বৃদ্ধির অনুমোদন দিয়েছে। এই ক্ষেত্রে এই আসন গুলি বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ জানায় ত্রিপুরা জন জাগরণ মঞ্চ। রাজ্যের বি ফার্মা সিট বিক্রি বন্ধ করে সমস্ত সিট ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্য গুলির মধ্যে পূর্বের ন্যয় বন্টন করার দাবি জানান ত্রিপুরা জন জাগরণ মঞ্চের সভাপতি নকুল দাস।
শনিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে জানান তারা। পুরান জেল খানা এলাকায় বিল্ডিং বানানোর রাজ্য সরকারের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে ত্রিপুরা জন জাগরণ মঞ্চ।