স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ আগস্ট।। দিলীপ, তরুণ, অরবিন্দ, রাজ্যেশ্বর , সুমিত্রা-র শহীদান দিবস পালন করল চারটি বামপন্থী ছাত্র যুব সংগঠন। শনিবার ছাত্র যুব ভবনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে দিলীপ, তরুণ, অরবিন্দ, রাজ্যেশ্বর , সুমিত্রা-র শহীদান দিবস পালন করে এস এফ আই, টি এস ইউ, ডি ওয়াই এফ আই, টি ওয়াই এফ। ১৯৬৬ সালে বইয়ের কালোবাজারীর বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মৃত্যূ হয় দিলীপ, তরুণ, অরবিন্দর।
১৯৯০ সালের ২৯ আগস্ট জোলাইবারির দেবদারুতে রাজ্যেশ্বর সিনহা ও সুমিত্রা- সিনহাকে ঘাতক বাহিনীরা হত্যা করে। এদিন প্রত্যেকের শহীদান দিবস পালন করা হয়। আগামী দিনেও এই লড়াই জারি থাকবে বলে জানান ডি ওয়াই এফ আই-র রাজ্য সম্পাদক নাবারুন দেব।